বাংলা৭১নিউজ, ঢাকা: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থভাবে জীবনযাপন সম্ভব নয় মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন কোনো ধর্মের মানুষ নিরাপদ নয়। কেউ শান্তিতে নেই। মানুষ প্রত্যেকটি দিন আতঙ্কে কাটাচ্ছে।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ফকিরাপুলে ‘সীগাল রেস্টুরেন্টে’ ২০ দলীয় জোটের শরিক দল খেলাফত মজলিস আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, ‘শুধু ব্লগার বা সংখ্যালঘুই নয়, ইসলাম ধর্মের সাধারন নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে। যারা ধর্মে বিশ্বাস করে না তাদেরও হত্যা করা হচ্ছে, যারা ধর্মে বিশ্বাস করেন তাদেরও হত্যা করা হচ্ছে।’
সাঁরাশি অভিযানের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, ‘এই অভিযানে এখন পর্যন্ত প্রায় ৬’শ জনকে আটক করা হয়েছে। কিন্তু দেখা গেছে, এর মধ্যে অল্প বয়সী ছেলে, সাধারণ মানুষ আর বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা রয়েছে।’
গুপ্তহত্যার ছুতোয় বিরোধী মতকে দমন করতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
গণতন্ত্রের মুখোশ পড়ে সরকার সুপরিকল্পিতভাবে ‘৭৫ বাকশাল’ ফিরিয়ে আনছে মন্তব্য করে তিনি বলেন, সেজন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। উদ্দেশ্য একটাই বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিশ্চিহ্ন করে ক্ষমতা পাকাপোক্ত করা।
সরকারের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, সরকার ভিন্নমতকে সহ্য করতে পারেনা বলে মাহমুদুর রহমান, শফিক রেহমান, শওকত মাহমুদেওর মতো সাংবাদিকদের মিথ্যা মামলায় আটকে রেখে নির্যাতন করছে।
খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ইফতার মাহফিলে জাগপা সভাপতি শফিউল আলম প্রধান ও সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) সভাপতি এএইচএম কামরুজ্জামান খান ও মহাসচিব অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান,
বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, জাতীয় পার্টির (জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, কল্যাণ পার্টির যুগ্ম মহাসচিব নুরুল কবির ভুইয়া, ইসলামী ঐক্যজোটের মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল করিম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ প্রমুখ
এছাড়া ২০ দলীয় জোটের বাইরে ইসলামী আন্দোলন ঢাকা মহানগরীর সভাপতি অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান হামিদী উপস্থিত ছিলেন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক নয়াদিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার প্রমুখ। এতে স্বাগত বক্তব্য দেন খেলাফথ মজলিসের মহাসচিব ড. আহমেদ আবদুল কাদির, প্রচার সম্পাদক অধ্যাপক আবদুল জলিল।
বাংলা৭১নিউজ/পিকে