বুধবার, ২২ মে ২০২৪, ১২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ফিলিস্তিনকে আজই রাষ্ট্রের স্বীকৃতি দেবে আয়ারল্যান্ড: রয়টার্স আরও ১ হজযাত্রীর মৃত্যু, সৌদি গেলেন ৩৪৭৪১ জন নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ৪০ বঙ্গোপসাগরে লঘুচাপ, আরো ঘনীভূত হতে পারে বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় গৌতম বুদ্ধ প্রচার করেছেন অহিংসার বাণী গৌতম বুদ্ধ আজীবন সাম্য ও মৈত্রীর বাণী প্রচার করে গেছেন শুভ বুদ্ধ পূর্ণিমা আজ এমপি আনোয়ারুল আজিমের মরদেহ কলকাতায় উদ্ধার ১৫৬ উপজেলায় ভোটগ্রহণ শেষ, চলছে গণনা মত প্রকাশের স্বাধীনতায় ১২৮তম বাংলাদেশ পানিতে ডুবে দুই সন্তানের মৃত্যু, শোকে বারবার মূর্ছা যাচ্ছেন মা ঘর পাচ্ছে আরও ২০ হাজার ভূমিহীন পরিবার বাংলাদেশে চালের উৎপাদন বেড়েছে চারগুণেরও বেশি বাজার মনিটরিংয়ের বিষয়টি আবার সচল করা হবে জামায়াত নেতা এটিএম আজহারের দুই বছরের কারাদণ্ড নিষেধাজ্ঞায় তাদের অপকর্ম থামেনি: ফখরুল ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা চট্টগ্রামে নির্বাচনে সংঘর্ষ, অতিরিক্ত পুলিশ মোতায়েন উপজেলা নির্বাচন : স্ট্রোক করে মারা গেছেন ১ ভোটার ও ১ আনসার

কোন দেশকে ট্রানজিট সুবিধা দেওয়া হয়নি: অর্থমন্ত্রী

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ৫ মার্চ, ২০১৭
  • ১২৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,সংসদ প্রতিবেদক: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সরকারের শেয়ারের পরিমাণ কম হওয়ায় সরকারের পক্ষে ইসলামী ব্যাংককে ঢেলে সাজানো বা কোন বিশেষ কার্যক্রম গ্রহণ করা সম্ভব নয়।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের চতুর্দশ ও মীতকালীন অধিবেশনে আজ টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে বিরোধী দলীয় সদস্য সেলিম উদ্দিনের (সিলেট-৫) লিখিত প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. বেসরকারি খাতের একটি লিমিটেড কোম্পানি। ব্যাংকের শেয়ারহোল্ডাররা কোম্পানিটির মালিক। শেয়ারহোল্ডার কর্তৃক নির্বাচিত পরিচালকরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে থাকে। ইসলামী ব্যাংকে সরকারের শেয়ার মাত্র শূন্য দশমিক ০০১৩ শতাংশ হওয়ায় ব্যাংকের কার্যক্রমকে ঢেলে সাজানোর জন্য সরকারের পক্ষে কোন বিশেষ প্রদক্ষেপ বা কর্মসূচি গ্রহণ করা সম্ভব নয়।

কোন দেশকে ট্রানজিট সুবিধা দেওয়া হয়নি : নুরুন্নবী চৌধুরীর (ভোলা-৩) অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বাংলাদেশের ভেতর দিয়ে ট্রানজিট সুবিধায় কোন দেশকে এখনও পণ্য পরিবহণের সুযোগ দেওয়া হয়নি। তবে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রটোকল অন ল্যান্ড ওয়াটার ট্রানজিট এন্ড ট্রেড চুক্তির আওতায় ট্রান্সশিপমেন্ট সুবিধায় ভারত থেকে পণ্য পরিবাহিত হয়।

২ হাজার ১৩৬ কোটি টাকা কম রেমিট্যান্স এসেছে ব্যাংকিং চ্যানেলে: আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিমের (মাদারীপুর-৩) লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, গত ২০১৫-২০১৬ অর্থ বছরে ব্যাংকিং চ্যানেলে ১ লক্ষ ১৬ হাজার ৮৫৭ কোটি টাকার সমপরিমাণ বিদেশী রেমিট্যান্স এসেছে, যা এর আগের অর্থবছরের তুলনায় ২ হাজার ১৩৬ কোটি টাকা কম।

মশুল হক চৌধুরীর (চট্টগ্রাম-১২) অপর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, অর্থপাচার রোধে বর্তমানে বাংলাদেশে মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ বলবত রয়েছে, যা গত ২০১৫ সালের ২৬ নভেম্বর সর্বশেষ সংশোধিত হয়। এ আইনের বিধান অনুসারে আমদানির ক্ষেত্রে অতিমূল্যায়ন, রপ্তানির ক্ষেত্রে অবমূল্যায়ন অথবা কোন অসম চুক্তির মাধ্যমে বিদেশে অর্থ পাঠালে বা দেশে আনয়নযোগ্য অর্থ বিদেশে রেখে দেওয়াও অর্থ পাচার হিসেবে গণ্য করা হয়।

বাংলা৭১নিউজ/এন

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com