বাংলা৭১নিউজ,ঢাকা: ব্যস্ত স্থানে গাড়ি পার্কিংয়ের স্থান খুঁজে দেবে ‘ইয়েস পার্কিং’। ফলে নির্দিষ্ট স্থানে গাড়ি রাখার পাশাপাশি যত্রযত্র গাড়ি রাখার কারণে যানজট হবে না। ‘বাংলা ট্র্যাক’ গ্রুপের তৈরি অ্যাপটি কাজে লাগিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তি ঘণ্টা ভিত্তিতে পার্কিং স্পেস ভাড়া নিতে পারবে। শুধু তা-ই নয়, গ্যারেজ মালিকরাও নিজেদের অব্যবহৃত পার্কিং স্পেস ভাড়া দিয়ে আয় করতে পারবেন। প্লেস্টোর এবং অ্যাপস্টোর থেকে ডাউনলোড করা যাবে অ্যাপটি।
বাংলা৭১নিউজ/এইচ.এস.বি