রবিবার, ১২ মে ২০২৪, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আওয়ামী লীগ নয়, দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি: মির্জা ফখরুল শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২৩ বছর পূর্তি উদযাপন ইসলামী ব্যাংকের বরিশাল জোনের কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত বিরোধীদের শেষ করে দিতে চান মোদী: কেজরিওয়াল কুয়েতে অবৈধভাবে প্রবেশের দায়ে পাঁচ বাংলাদেশি গ্রেফতার চিকিৎসাহীনতা : বাত-ব্যথায় ‘অল্প’ বয়সেই ‘বৃদ্ধ’ হচ্ছে মানুষ সরকার সিন্দাবাদের দৈত্য হয়ে জনগণের কাঁধে চেপে বসেছে প্রভাবশালীদের ভয়ে প্রভাবিত হওয়া যাবে না: ইসি রাশেদা শাহবাগ থেকে অবরোধকারীদের সরিয়ে দিলো পুলিশ, আটক ১৩ মোহামেডানকে হারিয়ে কিংসের পঞ্চম শিরোপা কেনা সনদের তালিকা প্রস্তুত, জমা দেওয়া হবে কারিগরি বোর্ডে : হারুন বৃষ্টিতে ঢাকার বাতাসে দূষণ কমেছে একমাত্র নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন সম্ভব : হানিফ পল্টনে কুড়িয়ে পাওয়া শপিংব্যাগে ককটেল বিস্ফোরণে কিশোর আহত তিন সঞ্চালন লাইন চালু করল পিজিসিবি কোথাও জলাবদ্ধতা হলে হটলাইনে কল করতে বললেন মেয়র কুয়েতে রাজনৈতিক অস্থিরতা, সংসদ ভেঙে দিলেন আমির চাঁপাইনবাবগঞ্জে আগাম আমের বাগান বিক্রিতে হিমশিম বঙ্গবন্ধুর সমাধিতে সেতু মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির শ্রদ্ধা অ্যামেক্স, সিটিম্যাক্স কার্ড থেকেও ‘অ্যাড মানি’ করা যাচ্ছে বিকাশে

কোটা সংস্কার আন্দোলন: পিছিয়ে নেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ১১ এপ্রিল, ২০১৮
  • ৩৬৭ বার পড়া হয়েছে
বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর বসুন্ধরা এলাকায় আজ জড়ো হয়েছেন

বাংলা৭১নিউজ ডেস্ক: কোটা সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলছে জোর আন্দোলন। এই আন্দোলনের সূত্রপাত পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে হলেও এই আন্দোলনে পিছিয়ে নেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও।

গতকালের মত আজ বুধবার বেলা ১১টার দিকে রাজধানী ঢাকার সাত মসজিদ রোড জুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়, নর্দার্ন বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এবং ইউনিভার্সিটি লিবারেল আর্টসসহ আরো অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এছাড়া রাজধানীর অন্যান্য এলাকায় চলছে বিক্ষোভ। এসময় তারা কোটা সংস্কারের দাবি সম্বলিত পোস্টার, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে সড়ক অবরোধ করে। এসময় তারা যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকুরিতে নিয়োগের দাবি জানিয়ে নানা স্লোগান দিতে থাকে। অনেকে সড়কে তাদের দাবির কথা লিখে জানান।

তবে কোটা সংস্কারের দাবিতে এর আগে এভাবে কোন অবস্থান নিতে দেখা যায় নি তাদের।

 

একটা ধারণা প্রচলিত আছে যে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কর্পোরেট এবং বেসরকারি প্রতিষ্ঠান অথবা দেশের বাইরে চাকরির চাহিদা বেশি। আর পাবলিক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারি চাকুরির জন্য আবেদন করে থাকেন।

কিন্তু চিত্রটা ভিন্ন বলে জানালেন শিক্ষার্থীরা। বললেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেও সরকারি চাকরিরর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

 

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী কামাল হোসেন জানান, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটি উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী কর্পোরেট চাকুরির পাশাপাশি প্রতিবছর বিসিএসের জন্য আবেদন করে থাকে।

“তাই এটি নিঃসন্দেহে একটি গণদাবি। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে,” তিনি জানান।

বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর বসুন্ধরা এলাকায় আজ জড়ো হয়েছেন

কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিভাবে এই একযোগে এই আন্দোলন সংগঠিত করা হলো?

এমন প্রশ্নের জবাবে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের মীর সিয়াম জানান, ফেসবুকে নিজেদের কমিউনিটি গ্রুপে পোস্ট দেয়ার মাধ্যমে শিক্ষার্থীদের এই আন্দোলন কর্মসূচির ব্যাপারে জানানো হয়েছে।

“আজ দুপুরে রামপুরা ব্রিজ সংলগ্ন সমাবেশ করার কথা জানান তিনি। ফেসবুক পোস্টে এই আন্দোলনে সংগঠিত হওয়ার পক্ষে সায় দেন শিক্ষার্থীরা। পরে আশেপাশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে তারা সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিফোনে যোগাযোগ করে, বলছেন তিনি।

 

এর আগে গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুরের মধ্যে নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট, ইন্ডিপেন্ডেন্টসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাস সংলগ্ন সড়ক অবরোধ করে।

কোটা সংস্কারের দাবিতে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তেজগাঁওয়ে , সোবহানবাগে ডেফোডিল বিশ্ববিদ্যালয়, রামপুরা ব্রিজের উত্তর পাশের সড়কে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, নতুন বাজার থেকে রামপুরা বাড্ডা- রামপুরাগামী সড়ক পর্যন্ত ইউনিভার্সিটি অব ইনফরমেশন এন্ড টেকনোলজি অ্যান্ড সাইন্সেস, প্রগতি সারণী থেকে বসুন্ধরা গেইটের সামনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেন্ডেন্ট এ ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় এবং আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছিল। এতে এসব এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

এ সময় অনেক সাধারণ যাত্রীকে গণপরিবহন থেকে নেমে পায়ে হেঁটে যেতে দেখা যায়। তবে এতো ভোগান্তি সত্ত্বেও শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রতি সমর্থন জানান তারা।

 

কোটা সংস্কারের দাবিগুলো কী?

কোটা সংস্কারে গত ১৪ ফেব্রুয়ারি থেকে ৫ দফা দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। ‘বাংলাদেশ সাধারণ ছাত্র সংরক্ষণ পরিষদ’এর ব্যানারে যে পাঁচটি বিষয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলছে সেগুলো হল –

  • কোটা-ব্যবস্থা ১০ শতাংশে নামিয়ে আনা (আন্দোলনকারীরা বলছেন ৫৬% কোটার মধ্যে ৩০ শতাংশই মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ। সেটিকে ১০% এ নামিয়ে অঅনতে হবে)
  • কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধাতালিকা থেকে শূন্য পদে নিয়োগ দেওয়া
  • সরকারি চাকরিতে সবার জন্য অভিন্ন বয়স-সীমা- ( মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে চাকরীর বয়স-সীমা ৩২ কিন্তু সাধারণ শিক্ষার্থীদের জন্য ৩০। সেখানে অভিন্ন বয়স-সীমার দাবি আন্দোলনরতদের।)
  • কোটায় কোনও ধরনের বিশেষ পরীক্ষা নেয়া, যাবে না ( কিছু ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীরা চাকরি আবেদনই করতে পারেন না কেবল কোটায় অন্তর্ভুক্তরা পারে)
  • চাকরির নিয়োগ পরীক্ষায় একাধিকবার কোটার সুবিধা ব্যবহার করা যাবে না। সূত্র: বিবিসি বাংলা।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com