বাংলা৭১নিউজ,ঢাকা: রাজধানীর কেরানীগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ সন্ত্রাসী আমির ওরফে ল্যাংড়া আমির নিহত হয়েছেন।
সোমবার দিনগত রাত ২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের মীরেরবাগ এলাকায় এই ‘বন্দুকযুদ্ধ’ হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমিরের লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
এছাড়া ‘বন্দুকযুদ্ধের’ ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুটি গুলি উদ্ধারের কথা জানিয়েছেন থানা পুলিশের এই কর্মকর্তা।
তবে ‘বন্দুকযুদ্ধের’ বিষয়ে বিস্তারিত না জানিয়ে তা পরে ব্রিফিংয়ের মাধ্যমে জানানোর কথা বলেন তিনি।
বাংলা৭১নিউজ/জেএস