করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কৃষি খাতে চলতি মূলধন সরবরাহের উদ্দেশ্যে পাঁচ হাজার কোটি টাকার ‘কৃষি খাতে বিশেষ প্রণোদনামূলক পুনঃঅর্থায়ন স্কিম’ বাস্তবায়নে সফল ব্যাংকগুলোকে প্রশংসাপত্র দেওয়া হয়েছে।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের এ. এন. হামিদুল্লাহ্ কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে স্কিম বাস্তবায়নে সফল ১৭টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের প্রশংসাপত্র প্রদান করা হয়।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বন কর্মকতাসহ বিভিন্ন ব্যাংকের নির্বাহীরা উপস্থিত ছিলেন।
স্কিম বাস্তবায়নে সফল ১৭টি ব্যাংকের মধ্যে রয়েছে- সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ব্র্যাক ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ওয়ান ব্যাংক, ব্যাংক এশিয়া, শাহজালাল ইসলামী ব্যাংক, উত্তরা ব্যাংক, এবি ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক এবং মধুমতি ব্যাংক।
সভায় জানানো হয়, ওই পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় অংশগ্রহণকারী ব্যাংকসমূহের মাধ্যমে ১ লাখ ৮৩ হাজার ৭০ জন গ্রাহকের নিকট সর্বমোট ৪ হাজার ২৯৫ কোটি ১৪ লাখ টাকা বিতরণ করা হয়েছে। যা স্কিমের মোট তহবিলের ৮৫.৯০ শতাংশ।
পুনঃঅর্থায়ন স্কিম সফলভাবে বাস্তবায়ন করায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির ব্যাংকগুলোকে অভিনন্দন জানান।
সভায় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খান, নির্বাহী পরিচালক মো. আওলাদ হোসেন চৌধুরী ও কৃষি ঋণ বিভাগের মহাব্যবস্থাপক মো. আব্দুল হাকিম বক্তব্য রাখেন।
বাংলা৭১নিউজ/এসএইচ