বাংলা৭১নিউজ, নাটোর প্রতিনিধি: ‘সতকর্তা জানব ব্যবহারবিধি মানব, বালইনাশকের উপকার ঘরে ঘরে আনবো’ এ স্লোগানকে সামনে রেখে নাটোরের নলডাঙ্গা উপজেলায় কৃষকদের বালাইনাশকের নিরাপদ ও বিচক্ষণ ব্যবহার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে কীটনাশক ব্যবসায়ী ও বিক্রয় প্রতিনিধিদের নিয়ে একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার নলডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের হল রুমে বাংলাদেশ ক্রপ প্রোটেকশন এ্যাসোসিয়েশন (বিসিপিএ) আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্রপ প্রোটেকশন এ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগের কনভেনার কৃষিবিদ আব্দুল মালেক, বিসিপিএ রাজশাহী বিভাগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম, বিসিপিএ প্রশিক্ষক শাহাদুল ইসলাম ফিরোজ, নাটোর জেলা পেষ্টি সাইর্ডস অফির্সাস এ্যাসেসিয়েশন সভাপতি সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক আলী হায়দার প্রমুখ।
পরে অংশগ্রহনকারী ৩০ জন প্রশিক্ষণর্থীদের মাঝে সনদপত্র ও সচেতনামুলক প্রচারণা পত্র বিতারণ করা হয়।
বাংলা৭১নিউজ/জেএস