বাংলা৭১নিউজ,কুষ্টিয়া: উপ-উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলন নিয়ে মারামারি ও ভাংচুরের পাঁচ দিনের মাথায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড’ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।
সোমবার উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকার স্বাক্ষরিত এক নোটিসে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই নিষেধাজ্ঞার বিষয়টি জানায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবর রহমান বলেন “কর্মসূচি পালনের নামে দুটি পক্ষ সম্প্রতি পরস্পরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। পরিস্থিতির অবনতি এড়াতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে।”
বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে বলে জানান তিনি।
উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমানের অপসারণ দাবিতে শিক্ষকদের দুটি সংগঠন গত ৪ মে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধনের চেষ্টা করলে তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সংঘর্ষ হয়। ওই ঘটনায় দুই সহকারী রেজিস্ট্রারকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ।
বাংলা৭১নিউজ/এসএইস