বাংলা৭১নিউজ,(কুমিল্লা)প্রতিনিধি: কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। মৃতরা সবাই ভাইরাসটির বিভিন্ন উপসর্গে ভুগছিলেন।
মৃতদের মধ্যে আইসিইউতে ৬, আইসোলেশনে ২ ও কোভিড ওয়ার্ডে ২ জন চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে ৩ জন নারী, বাকিরা পুরুষ। হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ইশতিয়াক জামান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন- কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সামছুল আলম (৬০), সামছুজ্জামান (৫৫), চান্দিনার নুরুল ইসলাম (৭৫), আবদুল মালেক (৬৫), বরুড়ার ফাতেমা (৬০), লাকসামের নুরুল আমিন (৬০), সদরের রিয়া (৩০), মাহমুদুর রহমান (৬০), দেবীদ্বারের নাসরিন (৪০) ও চৌদ্দগ্রামের সহিদুল (৫০)।
এ নিয়ে গত ৭৩ দিনে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটেই মারা গেছেন ৩৬১ জন। এর মধ্যে ৩১৩ জনই করোনার লক্ষণ নিয়ে ।
বাংলা৭১নিউজ/এসএম