বাংলা৭১নিউজ,(যশোর)প্রতিনিধি: কুমিল্লায় পরিত্যক্ত অবস্থায় একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে নগরীর হাউজিং এস্টেট এলাকা থেকে ড্রেন খননের মাটি স্থানান্তরের সময় এ গ্রেনেড পাওয়া যায়। পরে উদ্ধারকৃত গ্রেনেডটি কোতয়ালী মডেল থানায় জমা দেয়া হয়।
পুলিশ জানায়, নগরীর হাউজিং এস্টেটের ২নং সেকশনে ড্রেন খননের পর মাটি রাস্তার ওপরে রাখা হয়। এসব মাটি স্থানান্তরের সময় নগরীর সংরাইশ এলাকার তাজুল ইসলামের ছেলে পিকআপ চালক লিটন গ্রেনেডটি দেখতে পায়। পরে গ্রেনেডটি তিনি থানায় জমা দেন। দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
কোতয়ালী মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) সালাহউদ্দিন জানান, ছোট প্রকৃতির এ হ্যান্ড গ্রেনেডটি অনেক পুরনো, এতে মরিচা ধরেছে। মুক্তিযুদ্ধের সময়ে এটি এখানে পুঁতে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
বাংলা৭১নিউজ/আইএম