বাংলা৭১নিউজ,(কুমিল্লা)প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে মাছবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে দুই জন নিহত হয়েছে।
আজ বুধবার ভোর ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলাধীন কোরপাই পোস্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- কক্সবাজার জেলার সদর উপজেলার বাহারচর গ্রামের মতি সওদাগরের ছেলে সৈয়দ হোসেন (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়- কক্সবাজার থেকে ছেড়ে আসা মাছবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের জলাশয়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২জন নিহত হয়।
পরে হাইওয়ে পুলিশ ও চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে হতাহতদের উদ্ধার করে এবং দুর্ঘটনায় কবলিত ট্রাকটি উদ্ধার করে।
হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলা৭১নিউজ,/জেডএ