ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। তাদের উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) বেলা ১১টায় মহাসড়কের গাংরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মিয়া বাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. জসিম উদ্দিন এ বিয়ষটি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি জানান, বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামে থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহি বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের গাংরা নামকস্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। পরে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার তৎপরতা শুরু করে। এসময় তারা তিন যাত্রীর মরদেহ উদ্ধার করে।
সাত যাত্রীকে আশংকাজনক অবস্থায় চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
বাংলা৭১নিউজ/এসএইচ