কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান ভাঙচুর ও আগুনের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে কুমিল্লা জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি কাইমুল হক রিঙ্কু ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খালেদা জিয়া এই মামলায় ৩২ নম্বর আসামি। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি। রাজনৈতিক কারণে মামলা করা হয়েছে বলে প্রমাণিত হয়েছে।
এর আগে সোমবার (২০ জানুয়ারি) অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১নং আদালতের বিচারক আফরোজা শিউলি এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ২৫ জানুয়ারি পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে খালেদা জিয়াসহ ৩২ জনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা করে। মামলার চার্জশিটে আসামি হিসেবে আরও ১০ জনের নাম যুক্ত করে পুলিশ।
আদালত শুনানি শেষে খালেদা জিয়াসহ ৩৬ জন আসামিকে অব্যাহতি প্রদান করেন। বাকি ৬ আসামি উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে থাকায় তাদের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
বাংলা৭১নিউজ/এসএইচ