কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন আগামী ২০ জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। আগামী ১৬ মের মধ্যে এ সিটি নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা থাকলেও এটিকে পেছানো হয়েছে।
মঙ্গলবার আউয়াল কমিশনের প্রথম কমিশন সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের এ কথা বলেন।
কুসিকে সর্বশেষ ২০১৭ সালের ৩০ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয়। আর প্রথম সভা অনুষ্ঠিত হয় একই বছরের ১৭ মে। আইন অনুযায়ী প্রথম সভা থেকে পরের পাঁচ বছর হয় নির্বাচিত করপোরেশনের মেয়াদ।
সেই অনুযায়ী এই সিটির মেয়াদ শেষ হবে চলতি বছরের ১৬ মে। মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে ভোটগ্রহণ করতে হয়। সেদিক থেকে গত ১৬ নভেম্বর এই সিটি নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে।
বাংলা৭১নিউজ/এআরকে