বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজায় যুদ্ধবিরতিকে স্বাগত জানালো জাতিসংঘ এবি ব্যাংক ‘সম্পূর্ণা’ গ্রাহকের পরিবারের হাতে তুলে দিলো আর্থিক সহায়তা বরিশালের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ঢাকা শিক্ষা ভবনের সামনে পুলিশ-আদিবাসী শিক্ষার্থীদের সংঘর্ষ ১৭ বছর পর কারামুক্ত লুৎফুজ্জামান বাবর পটুয়াখালীতে শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের স্কুল ব্যাংকিং কনফারেন্স ডা. ফয়েজ হত্যা : ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ রেস্তোরাঁ খাতে বাড়তি ভ্যাট প্রত্যাহার প্রধান উপদেষ্টার ডাকা সর্বদলীয় বৈঠকে যাচ্ছে না বিএনপি বাবরকে বরণে নেত্রকোনা থেকে ৩০ হাজার মানুষ ঢাকায় জনগণ আর কোনোদিন নতজানু পররাষ্ট্রনীতি মেনে নেবে না ১০ বছর বয়সী নাগরিকদের এনআইডি দেওয়ার সুপারিশ ইসলামী ব্যাংকের পল্টন শাখার এটিএম-সিআরএম বুথ উদ্বোধন পূবালী ব্যাংকে প্রথম নারী ডিএমডি সুলতানা সরিফুন নাহার পররাষ্ট্রস‌চিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ টিউলিপকে দুর্নীতিবাজ বললেন ইলন মাস্ক শান্তি প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নাই : শফিকুর রহমান শিশুর বাম চোখের বদলে ডান চোখে অপারেশন, চিকিৎসক গ্রেফতার ওবায়দুল কাদেরের ‘পালিত ছেলে’ গ্রেপ্তার নির্বাচনে প্রার্থিতার বয়স ২১ করার সুপারিশ

কুতুবদিয়ায় দুই সহযোগীসহ জলদস্যু প্রধান মোশারফ গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৮ বার পড়া হয়েছে

বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ জলদস্যু মোশারফ বাহিনীর প্রধান মোশারফ হোসেন (২৮) ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গ্রেফতার মোশারফ কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার আবদুল হাদী শিকদার পাড়া গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। তার দুই সহযোগী হলেন—একই গ্রামের মো. জাবেদ আহম্মেদের ছেলে মো. রবিউল হাসান (২০) ও সন্দ্বীপ পাড়া গ্রামের নুরুল আবছারের ছেলে মো. আজিজ (২৩)।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেল পৌনে তিনটায় র‍্যাব ৭-এর মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2019November/m-2-20230202173223.jpg

এতে বলা হয়, বুধবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কুতুবদিয়ার বড়ঘোপ মুক্তমঞ্চ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮টি আগ্নেয়াস্ত্র ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র-সস্ত্র দিয়ে গ্রেফতাররা এলাকায় প্রভাব বিস্তার করে লবণ চাষীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় ও ডাকাতি করে আসছিল বলে জানিয়েছেন র‍্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।

নূরুল আবছার বলেন, কুতুবদিয়া বড়ঘোপ মুক্তমঞ্চ এলাকার একটি ঝাউ গাছের নিচে জলদস্যু অস্ত্রধারীরা একত্রিত হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় মোশারফ হোসেনের কাছ থেকে দেশীয় তৈরি একটি পিস্তল উদ্ধার করা হয়। পরে গ্রেফতারদের নিয়ে অভিযান চালিয়ে শিকদার পাড়া এলাকার একটি ছাপড়া ঘর থেকে তিনটি এসবিবিএল, চারটি এলজি এবং ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি বলেন, গ্রেফতার মোশারফ হোসেন বঙ্গোপসাগরের শীর্ষ জলদস্যু। তার বিরুদ্ধে এর আগে চট্টগ্রামের পাঁচলাইশ এবং কক্সবাজারের কুতুবদিয়ায় সরকারি সম্পত্তি আত্মসাৎ, সস্ত্রাসী, ডাকাতি, চাঁদাবাজি, হত্যাচেষ্টা এবং মাদক আইনে ৬টি মামলা রয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com