সোমবার, ০৮ জুলাই ২০২৪, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চীনের পথে প্রধানমন্ত্রী উরুগুয়েতে নার্সিং হোমে আগুন, নিহত ১০ মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক নিহত নতুন শর্তে ফের যুদ্ধবিরতি আলোচনার বুকে ছুরিকাঘাত নেতানিয়াহুর! অভিযোগ গঠন বাতিল চেয়ে হাইকোর্টে ড. ইউনূস ম্যাক্রোঁর কৌশলেই বাজিমাত, ফ্রান্সে ক্ষমতায় যাওয়া হচ্ছে না উগ্র ডানপন্থীদের! দেশে ফিরলেন ৫৬ হাজার ৩৩১ হাজি, মৃত্যু বেড়ে ৬২ হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে খালেদা জিয়া আজ চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫ কেনাকাটায় লুটপাট : মাতৃসদনের ১৩ চিকিৎসকসহ আসামি ২১ চাঁদপুরে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার নাটোরে বিএনপির ৫ নেতাকে কুপিয়ে জখম, ৯ জন কারাগারে ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের ব্যবসায় উন্নয়ন সম্মেলন টিসিবির জুলাই মাসের পণ্য বিক্রি সোমবার শুরু শিক্ষার্থীদের অবরোধ, অচল রাজধানীর ৬ সড়ক বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৫, আহত ২৫ কাশ্মিরে সংঘর্ষে ভারতীয় দুই সৈন্যসহ নিহত ১০ দক্ষিণ কোরিয়া আমাদের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার : রেলমন্ত্রী প্রধানমন্ত্রীর চীন সফরে ২০ সমঝোতা সই‌ হতে পারে: পররাষ্ট্রমন্ত্রী

কী শর্তে আত্মসমর্পণ করেছে মহেশখালীর কয়েকটি দস্যুবাহিনীর সদস্যরা?

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ২১ অক্টোবর, ২০১৮
  • ১৪০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক: বাংলাদেশের কক্সবাজার উপকূলের মহেশখালী ও কুতবদিয়া দ্বীপের কয়েকটি দস্যু বাহিনীর বেশ কয়েকজন সদস্য শনিবার আত্মসমর্পণ করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে।

এই দস্যুদের আত্মসমর্পণের প্রক্রিয়ায় মধ্যস্থতাকারীর ভূমিকায় ছিলেন বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক মোহসীন-উল-হাকীম।

মহেশখালীর আগে সুন্দরবনের বেশ কয়েকটি দস্যুদলকেও তাঁর মধ্যস্থতায় আত্মসমর্পণে উদ্বুদ্ধ করেছিলেন মি. হাকীম।

কিন্তু গত কয়েক দশক ধরে চলতে থাকা এই দস্যুদের আত্মসমর্পণে কীভাবে উদ্বুদ্ধ করলেন মি. হাকীম? কী শর্তে আত্মসমর্পণ করলো এই দস্যুরা?

কীভাবে আত্মসমর্পণে রাজি হলো দস্যুরা?

মি. মোহসীন-উল-হাকীম বলেন, “এই আত্মসমর্পণ হয়েছে কোন শর্ত ছাড়া।” মি. হাকীম জানান, “একটি কথা বলেই মূলত দস্যুদের আত্মসমর্পণ করতে রাজি করানো হয়েছে – সেটি হলো, তারা ঘরে ফিরতে পারবে।”

দস্যুদের বিরুদ্ধে যেসব মামলা রয়েছে সেগুলোর আইনি কার্যক্রম তারা বাড়িতে থেকে সম্পন্ন করতে পারবে বলে জানান মোহসীন-উল-হাকীম।”পাশাপাশি সুন্দরবনের দস্যুরা আত্মসমর্পণ করার পর সাধারণ জীবনে ফিরে আসার যে উদাহরণটি তারা দেখেছে গত ৩-৪ বছরে, তা তাদের উদ্বুদ্ধ করেছে”, বলেন মি. হাকীম।

বাংলাদেশের সুন্দরবন অঞ্চলের বেশ কয়েকটি দস্যু-বাহিনী গত কয়েকবছরে সাংবাদিক মোহসীন-উল-হাকীমের মধ্যস্থতায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের কাছে অস্ত্র সমর্পণ করছে একজন জলদস্যু।স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের কাছে অস্ত্র সমর্পণ করছে একজন জলদস্যু। (ফাইল ছবি)

মি. হাকীম বলেন, “যখন সুন্দরবন নিয়ে কাজ করি, তখন দেখি দস্যুতাটা আসলে পুরো উপকূল ধরেই।”তিনি বলেন সুন্দরবনের দস্যুদের সাথে কাজ করতে করতেই মহেশখালীর মানুষের সাথে পরিচয় হয় তাঁর।”সুন্দরবনটা দেখেই তারা আমাকে আস্থায় নিয়েছে, এবং আমার মাধ্যমে সরকারের কাছে আবেদন জানিয়েছে।

এই দস্যুদের ভবিষ্যত কী?

মি. হাকীম জানান, আত্মসমর্পণ করার পর সরকারের পক্ষ থেকেও বিভিন্ন ধরণের সহায়তা করা হবে।”আত্মসমর্পণ করা দস্যুদের আর্থিক সহযোগিতা ছাড়া দৈনন্দিন জীবনযাপনে প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতাও করা হবে।”

এছাড়াও মি.হাকীম জানান প্রধানমন্ত্রী নিজের তহবিল থেকে প্রত্যেককে ১ লক্ষ টাকা অনুদানের ঘোষণা দিয়েছেন এবং দস্যুদের স্থায়ী পুনর্বাসনের জন্য প্রকল্প গ্রহণের পরিকল্পনা রয়েছে।

মহেশখালি অঞ্চলে আগামী কয়েকবছরের মধ্যে সরকারে বড় ধরণের প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

মি. হাকীম জানান, সেসব প্রকল্প বাস্তবায়নের সুবিধার্থে সরকারও ঐ এলাকাকে দস্যুমুক্ত করতে উদ্যোগ নিয়েছে এবং দস্যুরাও ঐ অঞ্চলে দস্যুবৃত্তি ত্যাগ করার কথা চিন্তা করেছে।

বাংলা৭১নিউজ/সূত্র:বিবিসি বাংলা/ বিএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com