বাংলা৭১নিউজ, মো: হেলাল উদ্দিন, নিকলী ( কিশোরগঞ্জ) প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ১ আসন হোসেনপুর-কিশোরগঞ্জ সদরের বিএনপির ২০ দলীয় জোট তথা ঐক্যফন্টের মনোনিত প্রার্থী বীর মুক্তিযোদ্বা সাবেক ঢাকা বিভাগীয় স্পেশাল জজ আলহাজ্ব রেজাউল করিম খান
( চন্নু) সোমবার কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নে গনসংযোগ করেছেন।
এ সময় বিএনপি, পেশাজীবী দল, ছাত্রদল, যুবদল সহ অন্যান্য সংগঠনের শত শত নেতা কর্মীরা তাঁর সাথে ছিলেন। এ সময় তিনি মারিয়া গ্রামের গোল মসজিত এলাকায় সাধারণ ভোটারদের সাথে কথা বলেন এবং ধানের শীষে
ভোট চান।
জজ সাহেবের আগমনের
সংবাদ গ্রামে ছড়িয়ে পরলে হাজার হাজার নারী-পুরুষ ভোটারদের উপস্থিত হন। এ সময় তিনি পথ সভায় বক্তব্য রাখেন। হাজার হাজার মানুষের উপস্থিতে
তিনি বলেন, বিএনপির নেত্রী সাবেক তিন তিনববারের সফল বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের ফরমায়েশী রায়ে আজ কারাগারে বন্ধি। এ কথা বলে তিনি কান্নায় ভেঙে পড়েন। নিজেও কাঁদলেন জনতাকেও কাদাঁলেন। তিনি আরো বলেন, আপনাদের মুল্যবান ভোটে মুক্তি পেতে পারেন বেগম খালেদা জিয়া।
বর্তমানে দেশে গনতন্ত্র ও আইনের শাসন বলতে কিছুই নেই। দেশ নেত্রী বেগম খালেদা জিয়াসহ বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মীর বিরুদ্বে মিথ্যা গায়েবী মামলা দিয়ে কারারুদ্ধ করা হয়েছে।
আগামী সংসদ
নির্বাচনে ধানের শীষে ভোট চাই এবং সকলের
কাছে দু’আ চাই।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন, জেলা জাতীয়তা পেশাজীবি সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সম্রাট জাহাঙ্গীর ভুইয়া প্রমুখ।
বাংলা৭১নিউজ/জেএস