রবিবার, ১৯ মে ২০২৪, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বর্ণের দাম আরও বাড়ল এবার পোশাকে নায়িকাদের নাম ফুটিয়ে হাজির ভাবনা সোনালী আঁশের সুদিন ফিরিয়ে আনতে চাই: পাটমন্ত্রী অনিয়ম এড়াতে মোবাইল অ্যাপে চাল বিক্রি ৩০ দিনের মধ্যে শহীদ আনোয়ারা উদ্যান ফেরতের দাবি মাগুরায় রেলপথ শিগগিরই চালু হবে : রেলমন্ত্রী যিনি দেশ বিক্রি করতে চেয়েছিল আপনি তো ওনারই সন্তান হেফাজত নেতা মামুনুল হক ডিবিতে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত: আইজিপি সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে স্কুলসামগ্রী বিতরণ শাহ্জালাল ইসলামী ব্যাংকের জাল ভোট পড়লেই কেন্দ্র বন্ধ: ইসি হাবিব ইসলামী ব্যাংকের সঙ্গে অ্যাস্ট্রা এয়ারওয়েজের চুক্তি স্বাক্ষর ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংকে গণমাধ্যমকর্মীদের প্রবেশে বাধা নেই বেনাপোল-পেট্রাপোল দিয়ে ভারত ভ্রমণে তিনদিনের নিষেধাজ্ঞা ঢাবিতে বিষমুক্ত ফল নিশ্চিতের দাবিতে মানববন্ধন গোপালগঞ্জের সেপটিক ট্যাংকে শ্বাসরুদ্ধ হয়ে ২ শ্রমিক নিহত দিল্লির তাপমাত্রা ৪৭ ডিগ্রি ছাড়িয়েছে ভোট বর্জনই বিএনপির আন্দোলন: এ্যানি আফগানিস্তানে বন্যায় ৫০ জনের মৃত্যু

‘কিম জং-উন যুদ্ধ শুরু করেছে’

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০১৭
  • ৯৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন যুদ্ধ শুরু করেছে।

জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি সোমবার কিম জং-উনের বিরুদ্ধে এ অভিযোগ করেন। একই সঙ্গে উত্তর কোরিয়া এ যাবৎকালের সবচেয়ে শক্তিশীল পরমাণু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করায় তাদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বিবিসি অনলাইনের এক খবরে আজ এ তথ্য জানানো হয়েছে।

নিরাপত্তা পরিষদে সোমবারের এ জরুরি বৈঠক হয় যুক্তরাষ্ট্রের উদ্যোগে। বৈঠকে অংশ নিয়ে চীন ও রাশিয়ার প্রতিনিধিরা উত্তর কোরিয়ার সঙ্গে শান্তিপূর্ণ সংলাপের আহ্বান জানান। কিন্তু এর উত্তরে মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেন, ধৈর্যের দিন শেষ হয়ে গেছে।

কিম জং-উনকে থামাতে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপে নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য দেশের প্রতি জোরালো আহ্বান জানান নিকি হ্যালি। আগামী সোমবারের মধ্যে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।

কিম জং-উনের বিরুদ্ধে যুদ্ধ শুরুর অভিযোগ এনে নিকি হ্যালি বলেন, ‘যুদ্ধের মতো কিছুই কখনো আমেরিকা চায় না।’ তিনি যুক্ত করেন, ‘আমরা এখনো তা চাই না। কিন্তু আমাদের দেশের ধৈর্য অসীম নয়। আমাদের মিত্র ও ভূখণ্ড আমরা রক্ষা করব।’

নিকি হ্যালি আরো বলেন, উত্তর কোরিয়ার সবশেষ পরমাণু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ‘চপেটাঘাতের শামিল’। যেসব দেশ তাদের সঙ্গে বাণিজ্য করছে, তাদের বিরুদ্ধে ভর্ৎসনা করে তিনি বলেন, তারা উত্তর কোরিয়ার ‘বিপজ্জনক বাসনা’ পূরণে কাজ করছে। উত্তর কোরিয়ার সঙ্গে সব দেশের বাণিজ্য সম্পর্ক বন্ধের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

রোববার পিয়ংইয়ং দাবি করে, তারা তাদের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে, যাতে যুক্ত ছিল হাইড্রোজেন বোমা। নিরপেক্ষ সূত্র থেকে হাইড্রোজেন বোমার বিষয়টি পরিষ্কার না হওয়া গেলেও উত্তর কোরিয়ায় ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়, যা থেকে বলা হচ্ছে, তারা সবচেয়ে শক্তিশালী পরীক্ষা চালিয়েছে। এটি ছিল তাদের ষষ্ঠ পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা।

উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উদ্বেগে ফেলেছে যুক্তরাষ্ট্রকে। দক্ষিণ কোরিয়া ও জাপান আতঙ্কে রয়েছে। এখন পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা-ই দেখার বিষয়।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com