সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৫:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আবারও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হলেন আমারাসুরিয়া প্রধান উপদেষ্টার সঙ্গে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচের সাক্ষাৎ দুহাত তুলে দোয়া চাইলেন পলক ডিজিটাল নিরাপত্তা মামলা থেকে মেজর হাফিজের অব্যাহতি আমার সঙ্গে ছবি দেখিয়ে সুপারিশ করলে পাত্তা দেবেন না: সারজিস সামরিক বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন কিম জাকারিয়া পিন্টুর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক স্বাস্থ্য খাত সংস্কার কমিশন গঠন সৈয়দ সুলতানের নেতৃত্বে শ্রম সংস্কার কমিশনে আছেন যারা ইউক্রেন রাশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র ছুড়লে ‘বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে’ এস আলমের শেয়ার বিক্রি, নতুন শেয়ারে ঘাটতি কমাবে ইসলামী ব্যাংক পা‌কিস্তানের ইক‌মিশনারের সেল‌ফিতে উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ আওয়ামী লীগ সরকারের পতনের বাস্তবতা মেনে নিতে ভারত ব্যর্থ বিদ্যুৎস্পৃষ্ট মাকে বাঁচাতে জড়িয়ে ধরল ছেলে, ঝরল দুই প্রাণ গাজীপুরে সড়কে আরেক কারখানার শ্রমিকেরা, সংঘর্ষ-আগুনে রণক্ষেত্র অন্তর্বর্তী সরকার যত বেশিদিন থাকবে, তত সমস্যা বাড়বে : ফখরুল স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু আর নেই শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সাড়ে ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে ফ্রেশ টিস্যু ফ্যাক্টরির আগুন

কি হয়েছিল পরীমনির সঙ্গে, কেন বেরিয়ে গেলেন?

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৮ বার পড়া হয়েছে

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। বেশকিছু সিনেমায় অভিনয় করে নিজেকে প্রমাণ করেছেন তিনি। কাজ করে যাচ্ছেন ওটিটিতেও। সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব এই তারকা। আছে তার লাখ লাখ ভক্ত অনুরাগীও। তাই প্রায়ই ডাক পান নানা রকম পণ্যের প্রচারে অংশ নিতে।

তেমনি গিয়েছিলেন যমুনা ফিউচার পার্কে একটি শো রুম উদ্ধোধন করতে। কিন্তু শেষ পর্যন্ত কাজ শেষ না করেই বেরিয়ে যান তিনি।

জানা গেছে, ঘটনাটি ১৬ নভেম্বর শনিবারের। যমুনা ফিউচার পার্কের একটি শোরুম উদ্বোধন করতে যান পরীমনি ও ডি এ তায়েব। নির্ধারিত সময়ের অনেক পরে সেখানে পৌঁছান পরীমনি। এ সময় তাকে দেখার জন্য ভিড় জমান অনেকে। ভিড়ের কারণে শোরুম উদ্বোধনের সময় কাউকে ভেতরে প্রবেশ করতে দেননি দোকানমালিকেরা। এটিকে কেন্দ্র করে তৈরি হয় বিশৃঙ্খলা।

শোরুম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য আসেন পরীমনি ও ডি এ তায়েব। এ সময়ও স্টেজের সামনে দর্শকদের জড়ো হতে বাধা দেন নিরাপত্তাকর্মীরা। কয়েকজনের গায়ে হাত তোলা হয় বলেও অভিযোগ করেছেন অনেকে। সেই অনুষ্ঠানের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

 

ভিডিওতে দেখা যায়, পরীমনি কথা বলার সময় হট্টগোল করছেন অনেকে। যমুনা ফিউচার পার্কের কর্মকর্তা এগিয়ে এলেও পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হন। অনেকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। পরীমনিও চেষ্টা করেন পরিস্থিতি নিয়ন্ত্রণের। কিন্তু ফল হয়েছে উল্টো, ভুয়া ভুয়া স্লোগান শুনতে হয় তাকেও।

এ সময় পরীমনিকে বলতে শোনা যায়, ‘আপনারা যে এই স্লোগানটি দিচ্ছেন, এটা কিন্তু আমার ওপরও পড়ছে।’

তারপরও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় সেখান থেকে দ্রুত চলে যান পরীমনি।

এ ঘটনা নিয়ে পরে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী। এই বিশৃঙ্খল পরিস্থিতির জন্য আয়োজকদের দিকে আঙুল তুলে পরীমনি লেখেন, ‘যেখানে আমার সামনে আমার সাংবাদিক ভাই, বন্ধু, কলিগরা অসম্মানিত হয়; সেখানে আমি কী করে সম্মানিত বোধ করব! সুষ্ঠু, সুন্দরভাবে কোনো আয়োজন না করতে পারলে সেই ব্যর্থতা কারোর কোনো ক্ষমতা দিয়ে ঢাকতেই পারবেন না। অবশ্যই নিজ সম্মান বজায় রাখতে সংবেদনশীল হবেন আশা করি।’

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com