শনিবার, ১৮ মে ২০২৪, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দুই ম্যাচ আগেই কিংসকে ‘উপহার’ বাফুফের বৃষ্টিতে ফরিদপুরের পাটচাষিদের ৫০ কোটি টাকা সাশ্রয় হামলা আরও জোরালো করতে পারে রাশিয়া, আশঙ্কা জেলেনস্কির ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে মেয়র তাপসের বক্তব্যের ব্যাখ্যা দিতে সংবাদ সম্মেলনে সাঈদ খোকন সকালের বৃষ্টিতে কিছুটা স্বস্তি রাজধানীবাসীর কানে ঐশ্বরিয়ার লুক নিয়ে নেটপাড়ায় হাসির রোল টাঙ্গাইলে বজ্রপাতে প্রাণ গেলো ২ ভাইয়ের ভারতে চলন্ত বাসে আগুন, ৮ জনের প্রাণহানি বাংলাদেশের তরুণীকে ভারতে নিয়ে পতিতাবৃত্তি, আজ আদালতের রায় ইভিএম ব্যবহারে ব্যাপক প্রচারের নির্দেশ ইসির ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সাতক্ষীরায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত ১০ হজযাত্রীদের হেলথ চেকআপে বিকাশ পেমেন্টে ছাড় মদিনায় চলতি বছরে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু মঞ্চেই জুতা ছিঁড়লো মমতার, সেফটিপিন লাগিয়ে পা মেলালেন নৃত্যে শারজাহ থেকে আসা যাত্রীর শরীরে মিললো সাড়ে চার কোটি টাকার সোনা কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে রাফায় হামলা: দীর্ঘ মেয়াদে যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত হামাস দুই বিভাগে ৮০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টির আভাস

কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা জুনাইদ মাট্টু নিহত

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ১৭ জুন, ২০১৭
  • ৭৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে পাকিস্তানভিত্তিক বিচ্ছিন্নতাবাদী সংগঠন লস্কর-ই-তৈয়বার শীর্ষস্থানীয় নেতা জুনাইদ মাট্টু নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শুক্রবার এই ঘটনা ঘটলেও শনিবার তা প্রকাশ করে পুলিশ। একই সঙ্গে জানানো হয়, ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে আনা হয়েছে। কাশ্মীরের বেশ কিছু হামলার সঙ্গে জুনাইদ জড়িত বলে পুলিশের অভিযোগ।
কাশ্মীরের দক্ষিণে শুক্রবার সকালে ভারতীয় বিশেষ বাহিনী এসওজি এবং সিআরপিএফ যৌথ অভিযান চালায়। অনন্তনাগ এলাকার আরওয়ানি গ্রামের একটি বাড়িতে জুনাইদরা লুকিয়ে রয়েছে বলে আগে থেকেই তাদের কাছে তথ্য ছিল। নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় বাড়িটিতে জুনাইদ ছাড়াও দু’জন অবস্থান করছিল।
অভিযানে জুনাইদসহ ৩ জনই নিহত হন। তাদের কাছ থেকে একে-৪৭ সহ তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। তবে গুলিবর্ষণের সময় দু’জন গ্রামবাসীও নিহত হন বলে দাবি করেছে স্থানীয়রা। এদের মধ্যে এক কিশোরও রয়েছে।
ঘটনার পরপরই পুরো এলাকায় উত্তেজনা দেখা দেয়। শ্রীনগর, ত্রাল, পাম্পোরে, পুলওয়ামা শহরসহ কাশ্মীরের দক্ষিণের অনেক জায়গায় বিক্ষোভ ও ভাংচুরের খবর পাওয়া যায়। ঘটনার কিছুক্ষণ পর পুলিশের উপরও হামলার ঘটনা ঘটে।
বিকেলে পৃথক হামলায় ভারতের ৬ পুলিশ সদস্য নিহত হন। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বিকেলে টহলে থাকা পুলিশের একটি গাড়িকে লক্ষ্য করে অন্তত ১৫ সদস্যের একটি দল গুলি ছোড়ে। কর্তৃপক্ষ দাবি করে, এই ঘটনার পেছনে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার হাত রয়েছে।
পরে অবশ্য লস্করের মুখপাত্র আবদুল্লা গজনভি এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেন। জানান, মাট্টুর হত্যার বদলা নিতেই এই হামলা চালানো হয়েছে। নিরাপত্তা বাহিনী কাশ্মীরিদের গায়ে হাত তোলা বন্ধ না করা পর্যন্ত এই ধরনের হামলা চলবেই।
বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com