বাংলা৭১নিউজ, গাজীপুর : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মো. রুহুল কবির রিজভী জামিনে মুক্তি পেয়েছেন।
আজ বিকেলে তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি দেওয়া হয়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার মো. নাশির আহমেদ জানান, মঙ্গলবার রাতে রুহুল কবির রিজভীর জামিনের কাগজপত্র এ কারাগারে পৌঁছে। পরে তা যাচাই-বাছাই শেষে আজ বিকেল সোয়া ৫টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়। এ বছরের ২৯ আগস্ট তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।
এ সময় কারা ফটকে গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হুমায়ুন কবীর খান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মনিরুল ইসলাম মনিরসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/সিএইস