বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পুলিশের জ্যাকেট পরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সাংবাদিক সজীবকে সিলেটের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে রংপুর রিজার্ভ চুরির অর্থ দেশে ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি গ্রহণযোগ্য নির্বাচন দিতে কমিশন বদ্ধপরিকর: সিইসি ছাত্রশিবিরের নতুন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১২ কর্মকর্তা ১৯ জন উদ্ধার না হতেই ফের ৭ অপহরণ! স্লোগানে উত্তাল শহীদ মিনার, শেখ হাসিনার ফাঁসি দাবি নতুন বছরে দেশবাসীর জন্য তারেক রহমানের বার্তা ধ্বংসস্তূপে দাঁড়িয়ে শামীমের লড়াই, তবু খুলনার কাছে হার চট্টগ্রামের দেশ কোনো দলকে ইজারা দেওয়া হয়নি : ধর্ম উপদেষ্টা ব্রাহ্মণবাড়িয়ায় নিলামের পণ্য কেনা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানকে মেরামত করতে আরেকবার যুদ্ধে অংশ নিতে হবে ৫৫ বছরে বাগদান সারলেন সোহেল তাজ, জানা গেল পাত্রীর পরিচয় পদ্মা সেতু দুর্নীতির মামলা পুনরায় তদন্তের সিদ্ধান্ত থার্টিফার্স্ট নাইটে বন্ধ থাকবে বার, করা যাবে না নাচ-গান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাড়িবহরে হামলা, আহত ২০ গুঁড়িয়ে দেওয়া হলো শেখ মুজিব ও জাতীয় চার নেতার ম্যুরাল চব্বিশের অভ্যুত্থানে অন্যতম সহযোদ্ধা ছিল ছাত্রশিবির: সারজিস আলম বিপ্লব নস্যাৎ করতে ষড়যন্ত্র থেমে নেই: মঞ্জুরুল ইসলাম

কালো টাকা সাদা করলেন প্রায় ৮ হাজার করদাতা

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
  • ৬৯ বার পড়া হয়েছে

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে সরকারের দেওয়া কালো টাকা সাদা করার সুযোগ নিয়েছেন ৭ হাজার ৬৫০ করদাতা। এতে সরকার কর পেয়েছে ৯৬২ কোটি টাকা। চলতি অর্থ বছরে রিটার্ন দাখিল করেছেন ২১ লাখ ৫১ হাজার ৩২৬  করদাতা। সময় বাড়ানোর আবেদন করেছেন ২ লাখ ৫৮ হাজার করদাতা।

সোমাবার (০৪ জানুয়ারি) এনবিআর এর দেওয়া তথ্য অনুযায়ী, অপ্রদর্শিত নগদ অর্থ, ব্যাংকে জমা রাখা টাকা, ফ্ল্যাট ও জমি বৈধ করেছেন ৭ হাজার ৪৪৫ করদাতা।

বিপরীতে তারা কর দিয়েছেন ৯৪০ কোটি টাকা। আর শেয়ার বাজারে বিনিয়োগ করা কালো টাকা সাদা করেছেন ২০৫ জন। কর দিয়েছেন ২২ কোটি টাকা। অর্থনীতিতে গতি ফেরাতে চলতি অর্থ বছরের বাজেটে রিটার্নে অপ্রদর্শিত জমি, ফ্ল্যাটের আকার অনুযায়ী নির্দিষ্ট হারে নগদ অর্থ, ব্যাংক আমানত, সঞ্চয়পত্র, শেয়ার, বন্ডের ওপর ১০ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়। বলা হয়, যারা এই সুযোগ নেবেন তাদের আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলবে না কোনো কর্তৃপক্ষ।

গত বছর রিটার্ন দাখিল করেছেন ২২ লাখ করদাতা। সময় বাড়ানোর আবেদনকারীদের হিসাবে ধরা হলে চলতি বছরে ২৪ লাখ রিটার্ন জমা পড়বে বলে প্রত্যাশা এনবিআরের। প্রায় সাড়ে ২১ লাখ রিটার্নের বিপরীতে করদাতারা কর পরিশোধ করেছেন ৪ হাজার কোটি টাকা।

এনবিআর কালো টাকা সাদা করার এই সুযোগ দিচ্ছে এক বছরের জন্য। ২০২০ সালের ১ জুলাই থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত কালো টাকার উৎস না জানিয়েই সাদা করা যাবে। বিগত দশকগুলোতে বিভিন্ন সময়ে কালো টাকা সাদা করার অনুমতি দিয়েছে সরকার। তবে, খুব ভালো ফলাফল পাওয়া যায়নি।

এনবিআরের তথ্য অনুযায়ী, ২০০৭-০৮ এবং ২০০৮-০৯ অর্থবছরে সেনাবাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে নয় হাজার ৬৮২ কোটি ৯৯ লাখ টাকা সাদা করা হয়েছিল। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ ছিল। আওয়ামী লীগের আগের দুই মেয়াদে যথাক্রমে এক হাজার ৮০৫ কোটি টাকা এবং চার হাজার ৮৫৬ কোটি টাকা সাদা করা হয়েছিল।

বাংলা৭১নিউজ/এমকে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com