বাংলা৭১নিউজ,জয়পুরহাট থেকে মোঃ আবু মুসা: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নওদা, বাগুয়ান সহ কয়েকটি গ্রামে কাল বৈশাখী ঝড়ে বেশ কিছু কাঁচা-পাকা ঘরবাড়ি, দোকান পাট লন্ড ভন্ড হয়েছে। এ সময় কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্ষতিগ্রস্থ এলাকার মানুষ খোলা আকাশের নিচে রাত্রি যাপন করছে।
পাঁচবিবি উপজেলার চেয়ারম্যান মুনিরুল শহিদ মুন্না, ধরঞ্জী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলার রহমান বলেন, মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টার দিকে কাল বৈশাখী ঝড়ে তার ইউনিয়নের বাগুয়ান, নওদা সহ আশপাশের কয়েকটি গ্রামের বেশ কিছু কাঁচাপাকা ঘরবাড়ি, দোকানপাট লন্ডভন্ড হয়ে যায় এবং গাছ পালা উপড়ে দুমরে মুচরে যায়। এছাড়া ওই সব গ্রামের ঘরবাড়ি দোকান পাটের টিনের চালা উড়ে পাকা টিন সেডের ঘর বাড়ী ভেঙ্গে পড়ে।
এদিকে টিনের চালা ও গাছপালার ডাল ভেঙ্গে পড়ে কমপক্ষ্যে ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায়- পাঁচবিবি উপজেলার বাগুয়ান গ্রামের জুয়েল হোসেন (৪০), সাজ্জাদ হোসেন (২৮), কাওসার রহমান (৪১), নাসিমা বেগম (২৫), ইয়াসমিন খাতুন (২২), নওদাপাড়া গ্রামের আসলাম হোসেন (৩৪), আব্দুস সাত্তার (৪৬), দরগাপাড়া গ্রামের মন্সুর আলী (৬৫), পার্শ্ববর্তী সদর উপজেলার রাঘবপুর গ্রামের আব্দুল মতিন (২২), কালাই উপজেলার বানদিঘি গ্রামের জায়বর আলীকে (৪৬)কে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ক্ষতিগ্রস্থ এলাকায় মানুষের মাথা গোজার থাই ও খাবার নেই। খোলা আকাশের নিচে তারা রাত্রি যাপন করছেন। এদিকে রিপন লেখা পর্যন্ত ঐ এলাকায় ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। প্রশাসন, রাজনৈতিক নেত্রীবৃন্দ সহ বিভিন্ন পর্যায় কর্মকর্তারা এলাকা পরিদর্শন করেছে।
বাংলা৭১নিউজ/এবি