বাংলা৭১নিউজ,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘিতে কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে ঘরবাড়ি এবং গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার সকাল ৬টারদিকে আদমদীঘি উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ের তান্ডবে উপজেলার সান্তাহার ইউনিয়নের ছাতনী ঢেকরা হেলালিয়হাট সান্দিড়া,দমদমা,কাশমিল্ল কায়েতপাড়াসহ উপজেলার বিভিন্ন এলাকায় শতাধিক গাছপালা সড়কের উপড়ে পড়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।
এছাড়া ঝড়ের তান্ডবে প্রায় অর্ধশত ঘরবাড়ির টিনির ছাউনি উরে ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়াও পাকা, আধাপাকা ইরি-বোরো ধানেরও ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যুতের তারের ওপর গাছ উপড়ে পড়ায় বিভিন্ন এলাকায় বিদ্যুৎ লাইন বিছিন্ন হয়ে পরেছে। সান্তাহার ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পাইকপাড়া মহল্লায় এনামুল, সাইদুল, মহসিন, মোয়াজ্জেম বাচ্চু জামাল,রেজাউলসহ বেশ কয়েকজনের বাড়িঘর ক্ষতিসাধন হয়েছে বলে তারা জানিরয়রছন।
সান্তাহার ইউনিয়নের চেয়ারম্যান এরশাদুল হক টুলু ক্ষতিগ্রস্তদের বাড়িঘর পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলে তাদের ক্ষয়ক্ষতির খোজখবর নিয়েছেন।
বাংলা৭১নিউজ/জেএস