বাংলা৭১নিউজ, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে মোটরসাইকেল চাপায় মো. মন্টু শিকদার(৩০) নামের এক ইউপি সদস্য নিহত হয়েছে। সে শিকারমঙ্গল ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য।
নিহতের পরিবার ও এলাকা সুত্রে জানাগেছে, উপজেলার শিকারমঙ্গল এলাকার ভবানীপুর গ্রামের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এসকান্দার শিকদারের ছেলে ইউপি সদস্য মন্টু শিকদার মাদারীপুর জেলা সদর থেকে একটি মোটরসাইকেল যোগে কালকিনির উদ্দেশ্যে রওনা দেন।
বৃহস্পতিবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালাপুর নামক স্থানে পৌছলে পেছন থেকে অন্য একটি মোটরসাইকেল এসে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে করে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেল স্বাস্থ্য কমপ্লেক্্ের নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
এ ব্যাপারে শিকারমঙ্গল ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল কুদ্দুশ বলেন, ইউপি সদস্য মন্টু মাদারীপুর থেকে বাড়ি আসার পথে মোটরসাইকেল চাঁপায় নিহত হন।
বাংলা৭১নিউজ/জেএস