বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অংশীজনরা কী চান তার ওপর নির্ভর করবে নির্বাচন কবে হবে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া ২ লাখ ৩৮ হাজার বেকারের কর্মসংস্থান করবে বেজা খালেদা জিয়াকে বার্তা পাঠিয়ে যা বললেন জিএম কাদের ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন এলএনজি ও চাল আমদানি, ব্যয় ১০২৭ কোটি ৮০ লাখ টাকা নাঈমুল ইসলাম খান ও তার পরিবারের দুর্নীতি অনুসন্ধানে দুদক বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বিমসটেক সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ প্রথমবারের মতো দেশব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা কবে নাগাদ সব শিক্ষার্থী পাঠ্যবই পাবে জানি না: শিক্ষা উপদেষ্টা ট্রাইব্যুনালের মূল ভবন উদ্বোধন করলেন প্রধান বিচারপতি পুলিশে চাকরি পাচ্ছেন জুলাই বিপ্লবে আহত ১০০ জন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় শুনানি মুলতবি সচিবালয়ের গেটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ পাঁচ মাসে আর্থিক স্থিতিশীলতায় খুব বেশি খুশি নয় বাংলাদেশ ব্যাংক জুলাই অভ্যুত্থান নিয়ে চলচ্চিত্র নির্মাণে ৮ পরিচালক নির্বাচিত রংপুরের বিপক্ষে এবার ঢাকা অলআউট ১১১ রানে শক্তিশালী ভূমিকম্পে তিব্বতে নিহত বেড়ে ৯৫ স্ত্রী-ছেলেসহ নাফিজ সরাফতের বাড়ি, জমি ও ১৮ ফ্ল্যাট ক্রোকের আদেশ

কাল থেকে ঢাকায় বাংলাদেশ-ভারত বাণিজ্য সচিব পর্যায়ের সভা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৬৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: বাংলাদেশ-ভারত দু’ দিনের বাণিজ্য সচিব পর্যায়ের সভা কাল থেকে ঢাকায় শুরু হচ্ছে। অনুষ্ঠেয় সভায় যোগদানের জন্য ভারতের বাণিজ্য সচিব মিজ রীতা তিওতিয়া এর নেতৃত্বে ভারতীয় প্রতিনিধিদল ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছেন। ১৬ (ষোল) সদস্য বিশিষ্ট বাংলাদেশ দলের নেতৃত্ব দিবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব জনাব শুভাশীষ বসু।

বাংলাদেশ ও ভারতের ইতিহাস, সংস্কৃতি, কলা ও কৃষ্টি একই সূত্রে গাঁথা। ভারত বাংলাদেশের কেবল প্রতিবেশী রাষ্ট্রই নয় বরং অকৃত্রিম ও পরিক্ষিত বন্ধু। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারতের অবদান বাংলাদেশ সবসময় কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে। বাংলাদেশের স্বাধীনতার পরপরই ১৯৭২ সালে বাংলাদেশ-ভারত সর্বপ্রথম দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়।

এই চুক্তির ধারাবাহিকতাতেই ২০১৫ সালে বাণিজ্য চুক্তিটি সময়ের সাথে তাল মিলিয়ে প্রয়োজন অনুসারে আরও যুগোপযোগী করে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করা হয়। দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি ছাড়াও বাংলাদেশ এবং ভারত উভয় দেশই বেশ কয়েকটি আঞ্চলিক চুক্তি ও জোটের সদস্য, যেমন: SAARC-এর আওতায় গঠিত SAPTA ও SAFTA, APTA, BIMSTEC, BBIN এবং BCIM।

ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। বাংলাদেশের মোট বৈদেশিক বাণিজ্যের প্রায় ১০ শতাংশই এককভাবে ভারতের সঙ্গে হয়ে থাকে। গত ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশ-ভারত মোট বাণিজ্যের পরিমাণ ছিল ৬.৮ বিলিয়ন মার্কিন ডলার। যার মধ্যে ভারত থেকে বাংলাদেশে আমদানির পরিমাণ ছিল ৬.১৩ বিলিয়ন মার্কিন ডলার এবং বাংলাদেশ থেকে ভারতে রপ্তানির পরিমাণ ছিল ৬৭২.৪ মিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশ-ভারত বাণিজ্য ভারসাম্য ব্যাপকভাবে ভারতের অনুকূলে হলেও ভারতে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য বৃদ্ধির অনেক সম্ভাবনা রয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্য ভারসাম্য আনতে ভারত ইতিমধ্যে বাংলাদেশকে ২৫টি পণ্য (মাদক, তামাক, মদ ইত্যাদি জাতীয় পণ্য) ব্যতীত সকল পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য প্রতিবন্ধকতা, শুল্ক ও অশুল্ক বাঁধা দূর করে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক অধিকতর স্বচ্ছ, সুদৃঢ়, সহজ এবং নির্বিঘ্ন করার লক্ষ্যে বাণিজ্য সচিব পর্যায়ের সভা এক বছর পরপর নিয়মিত অনুষ্ঠিত হয়ে থাকে। বাণিজ্য সচিব পর্যায়ের সর্বশেষ সভাটি অনুষ্ঠিত হয়েছিল ভারতের নয়া দিল্লীতে ১৫-১৬ নভেম্বর ২০১৬ তারিখে।

অনুষ্ঠেয় এই বাণিজ্য সচিব পর্যায়ের সভায় পূর্বে অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হবে এবং নিম্নলিখিত উল্লেখযোগ্য বিষয়সমূহের উপর আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে:

বাংলাদেশ-ভারত সীমান্তে অবস্থিত স্থল শুল্ক বন্দরসমূহের অবকাঠামো উন্নয়ন ও সুযোগ-সুবিধা বৃদ্ধি;

  • বর্ডার হাটের কার্যক্রম পর্যালোচনা ও নতুন বর্ডার হাট স্থাপন;
  • বাংলাদেশের বিএসটিআই-এর সার্টিফিকেটের স্বীকৃতি প্রদান;
  • ভারত কর্তৃক কতিপয় বাংলাদেশী রপ্তানি পণ্যের উপর এন্টিডাম্পিং শুল্ক আরোপ;
  • ভারতের বিমান বন্দর ব্যবহার করে তৃতীয় কোন দেশে বাংলাদেশী পণ্য রপ্তানি;
  • পণ্য আমদানি-রপ্তানি সংক্রান্ত বাণিজ্য বিরোধ ও জটিলতা দূর করা;
  • স্থল শুল্ক বন্দরের মাধ্যমে অধিক সংখ্যক পণ্য আমদানির সুযোগ প্রদান;
  • সড়ক ও রেল পথে পণ্য পরিবহন সুবিধা সম্প্রসারণ করা;
  • বাংলাদেশে ভারতীয় চিনি রপ্তানি সংক্রান্ত ভারতীয় প্রস্তাব।

দুই দিনের বৈঠক শেষে ভারতের প্রতিনিধিদল ০৯ ফেব্রুয়ারি ২০১৮ ঢাকা ত্যাগ করবেন।

বাংলা৭১নিউজ/এসএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com