বাংলা৭১নিউজ,(জামালপুর)প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে সৌর বিদ্যুতের তারে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সালেহা বেগম (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (১৫ মে) বিকেলে বেলগাছা ইউনিয়নের মুন্নিয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সালেহা বেগম মুন্নিয়ারচর গ্রামের আজিজুল হকের স্ত্রী।
বেলগাছা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক জানান, বুধবার বিকেলে সালেহা বেগম তার বাড়িতে সোলার বিদ্যুতের সার্ভিস তারে কাপড় শুকাতে যান। এ সময় কাপড়ের ভারে বিদ্যুতের তার ছিড়ে শরীরে জড়িয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলা৭১নিউজ/এস.এম