রবিবার, ১৯ মে ২০২৪, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বর্ণের দাম আরও বাড়ল এবার পোশাকে নায়িকাদের নাম ফুটিয়ে হাজির ভাবনা সোনালী আঁশের সুদিন ফিরিয়ে আনতে চাই: পাটমন্ত্রী অনিয়ম এড়াতে মোবাইল অ্যাপে চাল বিক্রি ৩০ দিনের মধ্যে শহীদ আনোয়ারা উদ্যান ফেরতের দাবি মাগুরায় রেলপথ শিগগিরই চালু হবে : রেলমন্ত্রী যিনি দেশ বিক্রি করতে চেয়েছিল আপনি তো ওনারই সন্তান হেফাজত নেতা মামুনুল হক ডিবিতে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত: আইজিপি সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে স্কুলসামগ্রী বিতরণ শাহ্জালাল ইসলামী ব্যাংকের জাল ভোট পড়লেই কেন্দ্র বন্ধ: ইসি হাবিব ইসলামী ব্যাংকের সঙ্গে অ্যাস্ট্রা এয়ারওয়েজের চুক্তি স্বাক্ষর ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংকে গণমাধ্যমকর্মীদের প্রবেশে বাধা নেই বেনাপোল-পেট্রাপোল দিয়ে ভারত ভ্রমণে তিনদিনের নিষেধাজ্ঞা ঢাবিতে বিষমুক্ত ফল নিশ্চিতের দাবিতে মানববন্ধন গোপালগঞ্জের সেপটিক ট্যাংকে শ্বাসরুদ্ধ হয়ে ২ শ্রমিক নিহত দিল্লির তাপমাত্রা ৪৭ ডিগ্রি ছাড়িয়েছে ভোট বর্জনই বিএনপির আন্দোলন: এ্যানি আফগানিস্তানে বন্যায় ৫০ জনের মৃত্যু

কাদের সাহেব আগে এমন ভাষায় কথা বলতেন না-মির্জা ফখরুল

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭
  • ৭৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: খালেদা কি মামলার ভয়ে পালিয়ে গেলেন- আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার আগে ওবায়দুল কাদের এই ভাষায় কথা বলতেন না।
আহ বৃহস্পতিবার রাজধানীতে সরকারবিরোধী আন্দোলনে ক্ষতিগ্রস্ত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং তাদের পরিবারকে সহায়তা প্রদান অনুষ্ঠানে ফখরুল এ কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন সময় সরকারবিরোধী আন্দোলনে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারকে আর্থিক সহায়তা তুলে দেয়া হয়।

গত শনিবার খালেদা জিয়া অনির্দিষ্টকালের সফরে লন্ডন গেছেন। দলের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি চিকিৎসা নিতে সে দেশে গেছেন। তবে তিনি কবে ফিরবেন, সে বিষয়ে কিছু জানাতে পারছেন না নেতারা।
সোমবার সচিবালয়ে এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, ‘একজন (তারেক রহমান) মামলার ভয়ে বিদেশ থেকে আসে না, সে কতদিন হয়ে গেল, কত বছর হয়ে গেল তিনি আর আসেন না। আরেকজন আবার টেমসনদীর পাড়ে গেলেন। উনি যাচ্ছেন এ ব্যাপারে আমাদের কোনো আপত্তি থাকার কথা না। কিন্তু শনিবার থেকে ফেসবুকে দেখছি, টুইটারে দেখছি বিভিন্ন স্ট্যাটাস, এত বেশি সময়ের জন্য একটা বড় দলের চেয়ারপারসন বিদেশে যাচ্ছেন, এখন জনশ্রুতি হচ্ছে তিনি কি মামলার ভয়ে পালিয়ে গেলেন? তিনি কি মামলার ভয়ে ফিরে আসবেন না?’।

কাদেরের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ফখরুল বলেন, ‘বেগম খালেদা জিয়া পালিয়ে গেছেন কোনো আহাম্মকও বিশ্বাস করবে না’। তিনি বলেন, ‘ওবায়দুল কাদেরকে একজন স্বজ্জন রাজনীতিবিদ মনে করি। কিন্তু সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার আগে এমন ভাষায় তিনি বলতেন না। আমরা বুঝি না কেন তার এই পরিবর্তন।’
‘তাকে (কাদের) আমরা সজ্জন রাজনীতিবীদ মনে করি। সম্ভবত তিনি সাহিত্যের ছাত্র ছিলেন, আমি নিশ্চিত না। তবে তিনি নাট্যচর্চাতেও বিশেষভাবে পারদর্শী। সেই কারণে তারমধ্যে একটা পরিশীলিত রাজনৈতিক সংস্কৃতি দেখার প্রত্যাশায় ছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার এই পরিবর্তনটা কেন। সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি এমন ভাষায় কথা বলছেন যা আগে তার কাছ থেকে শুনিনি। আমরা প্রত্যাশা করি না এত বড় একটি রাজনৈতিক দল, একটি পুরানো দলের সাধারণ সম্পাদকের এমন ভাষায় কথা বলবেন। সমালোচনা তো হবেই। আমরা রাজনীতি করি। আমরা জনগণের সামনে আছি তারা আমাদের চুলচেরা বিশ্লেষণ করবে।’

download

ফখরুল বলেন, ‘আমি সাধারণত কারও ব্যক্তিগত বক্তব্যের জবাব দেই না। বিশেষ করে আওয়ামী লীগের কোনো ব্যক্তি নেতার বক্তব্যের জবাব দিতে চাই না। কিন্তু দলটির সম্মানিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের কিছু বক্তব্যের জবাব না দিয়ে পারছি না’-বলেন ফখরুল।
‘অন্যান্য রাজনৈতিক দলগুলো আমাদের সমালোচনা করবে। কিন্তু তার ভাষাটা কি হবে ব্যক্তিগত আক্রমণ? মিথ্যা কথা বলে চরিত্রহনন? এটা ওই পর্যায়ে যায় না। বেগম খালেদা জিয়া পালিয়ে গেছেন, এটা তো আহাম্মকও বিশ্বাস করবে না।’

সংসদীয় গণতন্ত্রের জন্যও খালেদা জিয়ার ব্যাপক অবদান রয়েছে বলে দাবি করেন ফখরুল। বলেন, আওয়ামী লীগের দাবি অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের দাবিও তিনি পূরণ করেছিলেন। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়াই নির্বাচন দিতে বাধ্য করেছেন বলে দাবি করে ফখরুল।
ওই সরকারের আমলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিদেশ গেলেও খালেদা জিয়া তা করেননি বলেও মন্তব্য করেন ফখরুল।
নির্বাচন নিয়ে আলোচনায় বসতে সরকারি দলের প্রতি আহ্বান জানিয়ে ফখরুল বলেন, ‘আপনারা যে ভয় পাচ্ছেন ক্ষমতা ছাড়লে পালানোর সুযোগ পাবেন না, সেটার নিশ্চয়তা দিচ্ছি জনগণ আপনাদের সবকিছু ঠিক রাখবে।’

‘দেশে শান্তি প্রতিষ্ঠা করবে। আপনাদের কল্যাণ হবে। অন্যথায় জনগণ আপনাদের পালাতে দেবে না’-বলেন ফখরুল।
নির্বাচনের মধ্য দিয়েই আওয়ামী লীগকে নির্মূল করতে হবে জানিয়ে বিএনপি নেতা বলেন, ‘যাতে আওয়ামী লীগ জনগণের সঙ্গে প্রতারণা করে আর কোনদিন ক্ষমতায় না আসতে পারে। তাদের কাছে বন্দুকের শক্তি আছে। আমরা জনগণের শক্তি দিয়ে তাদের পরাহুত করব।’
বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com