বাংলা৭১নিউজ,ঢাকা: পোশাকশ্রমিকেরা কাজে না ফিরলে আগামীকাল সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করে দেওয়া হবে। কোন মজুরি দেওয়া হবে না বলে জানিয়েছেন তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠনের (বিজিএমইএ) নেতারা। আজ রোববার দুপুরে কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কথা বলেছেন বিজিএমইএর নেতারা।
মজুরি কাঠামো নিয়ে অসন্তোষের জের ধরে গার্মেন্টস শ্রমিকদের কয়েকদিনের বিক্ষোভের পর মালিকদের সংগঠন বিজিএমইএ শ্রমিকদের কাজে ফেরার এই আল্টিমেটাম দিয়েছে।
সংকট নিরসনে সরকার একটি পর্যালোচনা কমিটি গঠন করে শ্রমিকদের কাজে ফেরার আহবান জানিয়েছিলো কিন্তু তারপরেও বিক্ষোভ অব্যাহত থাকার প্রেক্ষাপটে আজ কঠোর হুঁশিয়ারি আসলো মালিকদের তরফ থেকে।
মালিকদের পক্ষ থেকে জানানো হয়- আজও আশুলিয়া, মিরপুরসহ বিভিন্ন জায়গায় কাজ বন্ধ রেখে সড়কে নানা ধরনের প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছে শ্রমিকরা।
পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান সংবাদ সম্মেলনে শ্রমিকদের কালকের মধ্যে কাজে ফিরে যাওয়ার আল্টিমেটাম দিয়ে বলেছেন, “যেসব শ্রমিক কাজে ফিরবেনা তারা কোনো মজুরি বা বেতন পাবেনা।”
আন্দোলনরত শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা কর্মস্থলে ফিরে যান, উৎপাদন কাজে অংশগ্রহণ করুন। আগামীকাল থেকে কারখানায় কাজ না করলে আপনাদের কোনো মজুরি দেয়া হবেনা।”
“যদি কোনো কারখানায় শ্রমিকরা কাজ না করেন তাহলে শ্রম আইনর ১৩(১) ধারা অনুযায়ী ‘নো ওয়ার্ক নো পে’। কোনোভাবেই শ্রমিকদের আর কোনো বেতন প্রদান করা হবেনা,” তিনি বলেন।
বিজিএমইএ সভাপতি বলেন, যারা কাজ করবেনা তারা কোনোভাবেই বেতন পাবেনা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএর সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, আতিকুল ইসলাম, বর্তমান সহসভাপতি ফারুক হাসান, মোহাম্মদ নাছির প্রমুখ।
বাংলা৭১নিউজ/এসএইচ