ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মো. সফিকুল ইসলাম (৪৮) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার (১ মে) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সফিকুল ইসলামের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলায়। তিনি কসবা উপজেলার বায়েক শিক্ষা সদন উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় মন্দবাগ রেলওয়ে স্টেশনের আউটারে বালিয়াহুরা নামক স্থানে রেললাইন পার হতে গিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সুবর্ণর এক্সপ্রেস নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান শফিকুল ইসলাম। খবর পেয়ে রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিম খন্দকার বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ