পটুয়াখালীর কলাপাড়ায় পাঁচ নারী পেলেন শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা। তারা হলেন-মোসা. নাছিমা বেগম, তাপসী রানী, মোসা. সুফিয়া বেগম, মোসা. লায়লা বেগম, মোসা. নাদিয়া আক্তার মুক্তা।
বিভিন্ন ক্যাটাগরিতে এই ৫ জন নারীকে উপজেলা শ্রেষ্ট জয়িতা নির্বাচিত করেন। আজ সোমবার বেলা ১১টার দিকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা শেষে তাদের হাতে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তার। বক্তব্য রাখেন কলাপাড়া থানা অফিসার্স ইনচার্জ মো. জুয়েল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটি উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মেজবাহ উদ্দিন মান্নু, উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি (সিপিপি) সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকসেদুল আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতা নন্দ দাস, বন কর্মকর্তা মনিরুল ইসলাম ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মসিউর রহমান প্রমুখ।
এর আগে এ দিবসটি উদযাপন উপলক্ষে কলাপাড়া পৌর শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও কর্মী ও গণমাধ্যম কর্মীসহ স্বাবলম্বী নারীরা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এসএইচ