বাংলা৭১নিউজ,ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কভিড-১৯) নতুন করে মৃত্যু হয়েছে ১৪ জনের। এই ১৪ জনের সবাই ঢাকা ও চট্টগ্রামের।
আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ড. নাসিমা সুলতানা।
গত ২৪ ঘণ্টায় মৃত ১৪ জনের মধ্যে নয় জনই ঢাকার অধিবাসী এবং বাকি পাঁচ জন চট্টগ্রামের বলে জানান ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১০৪১ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। মোট শনাক্ত হয়েছেন ১৮ হাজার ৮৬৩ জন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ১১ জন এবং নারী তিন জন। ঢাকার মধ্যে নয় জন এবং ঢাকার বাইরে চট্টগ্রামে পাঁচ জন।
২৪ ঘণ্টায় মৃতদের বয়স প্রসঙ্গে তিনি বলেন, ‘বয়সভিত্তিক বিশ্লেষণে আমরা দেখছি ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছেন।
বাংলা৭১নিউজ/এফএফ