বাংলা৭১নিউজ,ঢাকা: বিশ্ব মহামারিতে রূপ নেওয়া করোনাভাইরাস বা কোভিড-১৯ মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এরইমধ্যে সারা দেশে সব ধরনের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ (বৃহস্পতিবার) বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মাঠ পর্যায়ের প্রশাসনকে এই নির্দেশের কথা জানানো হয়েছে। ওই নির্দেশে সব ধরনের ওয়াজ মাহফিল এবং তীর্থযাত্রাও বন্ধ ঘোষণা করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে নতুন করে করোনায় আক্রান্ত চার জনকে শনাক্ত করা হয়েছে। এরপরই আজ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক প্রেস ব্রিফিং করে জানিয়েছেন, করোনাভাইরাসে কোনো এলাকা বেশি আক্রান্ত হলে ওই এলাকা লকডাউন করা হবে।
মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ আজকের ভিডিও কনফারেন্সে যোগ দেন।
করোনাভাইরাসে এখন পর্যন্ত বাংলাদেশে আক্রান্ত হয়েছে ১৭ জন। আর মারা গেছেন একজন।
বাংলা৭১নিউজ/এসএইচ