বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মালয়েশিয়ায় সড়কে প্রাণ গেলো বাংলাদেশির আজই কারামুক্ত হবেন ডেসটিনির রফিকুল আমীন-হোসেন, আশা আইনজীবীর ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করলেন ইরানের প্রেসিডেন্ট সাড়ে ৫ কোটি লিটার ভোজ্যতেল কিনছে সরকার টিউলিপ ও পুতুলের বিরুদ্ধে আরও দুর্নীতির অনুসন্ধান নির্বাচনের আগে ট্রায়াল কোর্টে বিচারের আশা আসিফ নজরুলের ছাত্রীদের আবাসনের জন্য মাসে ৩ হাজার টাকা দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় পাঠ্যপুস্তক বোর্ডের সামনে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে কমিশন গঠন ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার প্রতিবেদন নিয়ে আলোচনা গাজীপুরে দিনব্যাপী ‘মার্সেল ডিস্ট্রিবিউটর সামিট-২০২৫’ মারা গেছেন সাবেক আইজিপি আজিজুল ৩ কোটি টাকা মূল্যের শো-রুমের গাড়ি নিয়ে লাপাত্তা : গ্রেপ্তার ৫ দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন করল ইরান প্রাথমিকে শিক্ষক বদলি শুরু, চলবে মার্চ পর্যন্ত ক্যান্সার আক্রান্ত গৃহবধূকে গলাকেটে হত্যা ইসি গঠনে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ নেওয়ার বিধান বাতিলের প্রস্তাব ফেনীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু তাবলিগ জামাতের সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা বান্দরবানে ৭ শ্রমিককে অপহরণ

করোনার থাবায় আরও ৪ হাজার মার্কিনির মৃত্যু

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১
  • ১৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে টিকা প্রয়োগের মাঝেই করোনার থাবায় প্রতিদিনই কয়েক হাজার মানুষের প্রাণহানি ঘটছে। গত একদিনেও প্রায় ৪ হাজার ভুক্তভোগীর মৃত্যু হয়েছে। থেমে নেই সংক্রমণও। নতুন করে দেশটিতে দেড় লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। তবে পিছিয়ে আছে সুস্থতা। 

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার নিয়মিত পরিসংখ্যানের দেয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৬২ হাজার ৫৭৪ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ২ কোটি ৬৩ লাখ ৩৮ হাজার ৬০৭ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৯০৮ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ৪ লাখ ৪৩ হাজার ৭৬৯ জনে ঠেকেছে। 

অপরদিকে, সংক্রমণের তুলনায় কম হলেও গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ লাখ ২৭ হাজারের বেশি ভুক্তভোগী। এতে করে সুস্থতার সংখ্যা ১ কোটি ৬০ লাখ ৭০ হাজারে পৌঁছেছে।

গত বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি। 

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে তাদের দেশের অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’

এর মধ্যে সংক্রমণ আশঙ্কাজনক হারে দীর্ঘ হচ্ছে ক্যালিফোর্নিয়ায়। যেখানে সংক্রমিতের সংখ্যা ৩২ লাখ ৬০ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৯ হাজার ৫৭৬ জনের। টেক্সাসে আক্রান্তের সংখ্যা ২৩ লাখ ৩৭ হাজার। যেখানে প্রাণহানি ঘটেছে ৩৬ হাজার ৫৩০ জনের। ফ্লোরিডায় করোনার শিকার ১৬ লাখ ৮৭ হাজার মানুষ। ইতোমধ্যে সেখানে ২৬ হাজার ৩৭ জনের প্রাণহানি ঘটেছে।

প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ১৪ লাখ ১৯ হাজার। এর মধ্যে না ফেরার দেশে ৪৩ হাজার ২০০ জন ভুক্তভোগী। ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ১১ লাখ ১৬ হাজার। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ২১ হাজার ৭৪ জন। জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ৮ লাখ ৯৩ হাজার। এর মধ্যে প্রাণ ঝরেছে ১৩ হাজার ৮২৭ জনের। 

পেনসিলভেনিয়ায় আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৩০ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ২১ হাজার ৩৫৬ জন মানুষ। নিউ জার্সিতে করোনার শিকার ৬ লাখ ৮১ হাজার মানুষ। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ২১ হাজার ৩০১ জনের। 

এছাড়া ওহিও, টেনেসিস, উত্তর ক্যারোলিনা, অ্যারিজোনা, মিশিগান, ইন্ডিয়ানা, উইসকনসিনের  মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা ছয় লাখ ছাড়িয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com