করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে টিকা নিলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের মতো তিনিও ফাইজার ও বায়োএনটেকের টিকা নিলেন।মঙ্গলবার রাজধানী ওয়াশিংটনের একটি হাসপাতালে টিকার প্রথম ডোজটি নেন ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিবিদ।
ইউনাইটেড মেডিকেল সেন্টারে (ইউএমসি) থেকে কমলার টিকা নেয়ার মুহূর্তটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।তিনি জানান, তুলনামূলকভাবে ব্যথামুক্ত ও দ্রুত নেয়া যায় এই টিকা। এসময় স্বাস্থ্যসেবা কর্মী ও বিজ্ঞানীদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
এদিন কমলা হ্যারিসের স্বামী ডগলাস এমহফও করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন।চলতি মাসের ২২ তারিখ ফাইজার-বায়োএনটেকের টিকার দুই ডোজের প্রথমটি গ্রহণ করেন জো বাইডেন। গেল ৮ ডিসেম্বর থেকে যুক্তরাজ্যে ফাইজার ও বায়োএনটেকে করোনা টিকার প্রয়োগ শুরু হয়। এরপর থেকে বিভিন্ন দেশ এই টিকা প্রদান শুরু করে।
বাংলা৭১নিউজ/এমএস