বাংলা৭১নিউজ,ঢাকা: করোনা মহামারি মোকাবিলায় দেশের ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (৫ এপ্রিল) সকাল ১০টায় করোনাভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে দেশে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব থেকে উত্তরণের পরিকল্পনা ঘোষণাকালে এ কথা বলেন তিনি। তার সরকারি বাসভবন গণভবন থেকে প্রেস কনফারেন্সের মাধ্যমে এই কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়।
আর্থিক সহায়তা প্যাকেজের চারটি মূল বিষয় সংক্ষিপ্ত আকারে তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত শিল্প ও সার্ভিস সেন্টারগুলোকে ক্যাপিটাল সুবিধা প্রদান ও ব্যাংক ব্যবস্থার মাধ্যমে স্বল্প সুদে ৩০ হাজার কোটি টাকার একটি ঋণ সুবিধা প্রদান করা হবে।ক্ষতিগ্রস্ত শিল্প প্রতিষ্ঠানকে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে ৯ শতাংশ সুদে ৩০ হাজার কোটি টাকার ঋণ সুবিধা দেওয়া হয়েছে। এর মধ্যে শিল্প প্রতিষ্ঠান মালিক ৪.৫ শতাংশ ভর্তুকি এবং সরকার ৪.৫ শতাংশ ভতুর্কি দেনে। আর ক্ষুদ্র এ মাঝারি শিল্প ৪ শতাংশ সুদে ২০ হাজার কোটি টাকা বরাদ্ধা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
ব্যাংক ক্লাইন্ট রিলেনশন্স এর ভিত্তিতে বাণিজ্যিক ব্যাংক সমূহ সংশ্লিষ্ট শিল্প অথবা ব্যবসা প্রতিষ্ঠানকে তাদের নিজস্ব তহবিল থেকে ওয়াকিং ক্যাপিটাল বাবদ ঋণ প্রদান করবে।
সংবাদ সন্মেলনে অর্থমন্ত্রী, অর্থ সচিব এবং বাংলাদেশ ব্যাংকের গভর্ণরও বক্তব্য রখেন।
এই সংবাদ সম্মেলনটি বরাবরের চেয়ে একটু ব্যতিক্রমীভাবে অনুষ্ঠিত হচ্ছে। এবার সংবাদ সম্মেলনটি বাংলাদেশ টেলিভিশন, সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও বেতার সরাসরি সম্প্রচার করছে। কোনও রিপোর্টার বা আমন্ত্রিত কোনও অতিথি এতে উপস্থিত নেই।
বাংলা৭১নিউজ/এসএইচ