বাংলা৭১নিউজ,(বেনাপোল)প্রতিনিধি: যশোরে করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) দুপুরে জেলা পুলিশের আয়োজনে শহরের দড়াটানা মোড় থেকে মনিহার মোড় পর্যন্ত করোনাভাইরাস রোগের লক্ষণ ও এর থেকে প্রতিকার সম্পর্কে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- যশোর জেলা পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ সালাউদ্দিন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) মোহাম্মদ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল-নাসেরসহ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় জেলা পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন জানান, করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সতর্কতা অবলম্বন করতে হবে। যশোরে এখনো করোনাভাইরাসে কেউ আক্রান্ত হয়নি।
বাংলা৭১নিউজ/এফআর