বাংলা৭১নিউজ,বোদা(পঞ্চগড়)প্রতিনিধি: করানা প্রতিরোধে বোদা উপজেলা প্রশাসনের নানা উদ্যোগ গ্রহন করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলী জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রাখতে সর্বসাধারণকে সচেতন করার লক্ষ্যে এবং উপজেলা সকল মানুষকে নিজ ঘরে অবস্থান করার জন্য উপজেলা প্রশাসনের বরাবর সচেতনতা, প্রচারণা মাইকে প্রচার, দুস্থ মানুষের মধ্যে খাদ্য সামগ্রি বিতরণ, মাস্ক বিতরণ করে আসছেন।
সেনাবাহিনী ও পুলিশসদস্যদের সহায়তায় তিনি শুক্রবার সকালে বোদা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাজারের জনসমাগম না হয় এ জন্য প্রচারণা করেন। বোদা উপজেলার বিভিন্ন বাজারে এবং প্রধান প্রধান রাস্তায় সেনাবাহিনীর সদস্যেদর নিয়ে টহল দেয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, পৌর মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা ও বোদা থানার অফিসার ইনচার্জ আবু হায়দার মোঃ আশরাফুজ্জামান । এ সময় উপস্থিত জনতাকে বাড়িতে অবস্থান করার আহ্বান জানানো হয়।
বাংলা৭১নিউজ/এসএইচ