রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নুরানী বোর্ডের ফল প্রকাশ, পাসের হার ৮৫.২৫ শতাংশ সচিবালয়ে প্রবেশ পাসের বিশেষ সেল গঠন মাশরাফির জন্য অপেক্ষা করবে সিলেট দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট হতেই হবে : এম সাখাওয়াত ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের বিচার এক বছরের মধ্যে শেষ হবে প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করলেন মির্জা ফখরুল সিলেটে কোটি টাকার চোরাই পণ্য জব্দ ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন পাঁচ মাসে রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়ন ডলার: গভর্নর আফগান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে ১৯ পাকিস্তানি সৈন্য নিহত সংস্কারের বিষয়ে সরকার একা সিদ্ধান্ত নেবে না: উপদেষ্টা মাহফুজ সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী রোববার থেকে দক্ষিণ সিটিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজ শুরু মহাখালীতে আবাসিক ভবনে আগুন প্রকাশ্যে ক্ষমা চাইতে অভিনেত্রী স্বাগতাকে লিগ্যাল নোটিশ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ৬, সেই বাসচালক গ্রেফতার বিএসএফের বাধার মুখে পড়া মুহুরী নদীর সেই সেচ পাম্প চালু বিএনপি-জামায়াতকে কঠিন হুঁশিয়ারি মামুনুল হকের নিজে নন, শাহিন আফ্রিদির চোখে বাংলাদেশিরাই বড় তারকা লামায় অগ্নিসংযোগের ঘটনায় মামলা, বেনজীরের কেয়ারটেকারসহ গ্রেপ্তার ৪

করোনা প্রতিরোধে নেত্রকোনায় সচেতনতামূলক র‌্যালী

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ৯১ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,(নেত্রকোনা)প্রতিনিধি: করোনা প্রতিরোধে জনগনের মাঝে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোনা বিশেষ টিমের উদ্যোগে বৃহস্পতিবার নেত্রকোনা জেলা শহরে মাস্ক বিতরণ ও প্রচারণা র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

করোনায় আক্রান্ত রোগীদের সেবা ও মৃত ব্যক্তিদের দাফন-কাফনে নিয়োজিত স্বেচ্ছাসেবক বিশেষ টিমের সদস্যরা সকাল ১১টায় প্রেসক্লাব প্রাঙ্গণ হতে মাস্ক বিতরণের পাশাপাশি করোনা প্রতিরোধে করণীয় সম্পর্কে ব্যাপক প্রচার প্রচারণা র‌্যালী বের করেন।

প্রধান অতিথি হিসেবে মাস্ক বিতরণ ও প্রচারনা র‌্যালীর উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্শেদা খাতুন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিশেষ টিমের উপদেষ্টা মাওলানা দেলোয়ার হোসেন, ইসলামী ফাউন্ডেশন নেত্রকোনা জেলার সহকারী পরিচালক শফিকুর রহমান সরকার, পৌরসভার সচিব মুহাম্মদ ফারুক ওয়াহিদ, বিশেষ টিমের প্রধান সমন্বয়ক গাজী মোহাম্মদ আব্দুর রহিম, হাফেজ আবুল কাসেম, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা মোহাম্মাদুল্লাহ নাঈম, মাওঃ মুর্শিদ আলম সিরাজী, মাওঃ মোস্তফা আহমদ জিহাদি, মুফ্তি জহিরুল ইসলাম শাহ্পুরী, মাওলানা জাকারিয়া রাহী, হাফেজ আব্দুল মোতালিব, হাফেজ রহুল আমিন, মোহাম্মদ মাহবুবুল আলম, মোহাম্মদ মামুন, রমজান মিয়া, নও মুসলিম আনাস আহমাদ ও বৃক্ষ প্রেমিক মোঃ আব্দুল হামিদ প্রমুখ।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্শেদা খাতুন স্থানীয় জনগণকে সরকারের স্বাস্থবিধি মানা, সামাজিক দূরত্ব বজায় রাখা, গণপরিবহনগুলো এড়িয়ে চলা, ঘন ঘন হাত ধৌত করা, জরুরী কাজে বাসার বাহিরে বের হতে হলে অবশ্যই মাস্ক পরিধান করা, ধর্মীয় এবাদত/উপাসনা করার আহ্বান জানান। প্রচারণা র‌্যালীটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুরপাড় পুলিশ লাইন্স গিয়ে শেষ হয়। র‌্যালী থেকে মাস্কবিহিন জনগণের মাঝে প্রায় তিন শতাধিক মাস্ক বিতরণ করা হয়।

নেত্রকোনা বিশেষ টিমের প্রধান সমন্বয়ক গাজী মোহাম্মদ আব্দুর রহিম জানান, বিশেষ টিম নেত্রকোনা জেলায় করোনায় আক্রান্ত রোগীদের সেবা ও মৃত ব্যক্তিদের দাফন-কাফন ও জানাযার ব্যবস্থা করে থাকে। এছাড়াও বেসরকারিভাবে সুবিধা বঞ্চিতদের মাঝে বিশেষ হাদিয়া ত্রান বিতরণ, মুমূর্ষু রোগীদের মাঝে জরুরী রক্ত প্রদান, এতিম বাচ্চাদেরকে শিক্ষার জন্য ফ্রী মাদরাসায় ভর্তি করিয়ে দেয়া, ঘুর্ণিদুর্গত এলাকায় জরুরী সেবা প্রদান এবং যৌতুক বিহীন বিয়ে সাদী করিয়ে দেয়ার কাজ করে আসছে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com