বাংলা৭১নিউজ,ডেস্ক: প্রাণঘাতি ব্যাধি করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে কাবা শরিফ সংলগ্ন মূল মাতাআফ পরিষ্কার-পরিচ্ছন্নতায় স্বশরীরে অংশ নিয়েছেন কাবা শরিফের প্রধান ইমাম শায়খ আব্দুর রহমান সুদাইসি।
পবিত্র দুই নগরী মক্কা ও মদিনাকে জীবানুমুক্ত করতে নিজে উপস্থিত থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তিনি। মঙ্গলবার (১০ মার্চ) মসজিদে হারাম ও মসজিদে নববির খাদেমদের উদ্বুদ্ধ করতে শায়খ সুদাইসি নিজ হাতে জীবানুনাশক অত্যাধুনিক স্প্রে মেশিন নিয়ে হাজরে আসওয়াদ ও তৎসংলগ্ন অঞ্চলের পরিচ্ছন্নতায় অংশ নেন শায়খ সুদাইসি।
গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এ ছবি ছড়ি পড়ে। মসজিদে হারাম ও মসজিদে নববির এ প্রধান ইমাম এ দিন রুকনে ইয়ামেনি, হাজরে আসওয়াদ কর্ণার ও মাতাআফের বেশ কিছু স্থানকে পরিষ্কার করতে দেখা যায়।
পরিচ্ছন্নতা কাজে অংশগ্রহণ করেতিনি নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন-
‘কাবা শরিফে সমাগত মুসল্লিদের জন্য প্রাণঘাতি করোনাভাইরাস থেকে সুরক্ষা দিতে এবং তাদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতেই এই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কাবা শরিফের পরিচ্ছন্নতার এই ধোয়ামোছার কাজে খেদমত করতে পারা অনেক বড় সৌভাগ্যের।
এই কাজগুলো করা হয় আল্লাহর ঘরে আগত অতিথিদের স্বাস্থ্য নিরাপত্তার জন্য। আল্লাহ তাআলা এ সবের মহা পুরষ্কার দান করবেন বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য যে, অত্যাধুনিক মেশিনের সাহায্যে চৌকষ সেবক দল প্রতিদিন ৭ বার কাবা শরিফ ও ৩ বার মসজিদে হারাম ধোয়া মোছার কাজ করেন। ২৪ ঘণ্টাজুড়ে প্রায় ৩৩০জন খাদেম কাবা শরিফ ও মসজিদে হারামের পরিচ্ছন্নতায় নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।
বাংলা৭১নিউজ/এইচএম