কিয়েল ইন্সটিটিউট ফর দ্য ওয়ার্ল্ড ইকোনমি (আইএফডাব্লিউ) প্রকাশিত এক রিপোর্টে গত ৩০ জুন জানিয়েছে, করোনা সংক্রমণের জেরে বন্দর বন্ধ থাকার প্রভাব বিশ্ব অর্থনীতিতে পড়তে পারে।
কিয়েল ইন্সটিটিউট ফর দ্য ওয়ার্ল্ড ইকোনমির গবেষকরা দেখেছেন, বর্তমানে চীনের পিয়ার্ল রিভার ডেল্টা এলাকায় জাহাজে মালামাল স্থানান্তরে যে বিলম্ব হচ্ছে, ২০২০ সালের আগস্টে সে ধরনের পরিস্থিতি ছিল। কঠোর লকডাউন পরবর্তী সময়ের সেই পরিস্থিতিই যেন চীনে ফিরে এসেছে।
এছাড়াও জার্মানভিত্তিক এক প্রতিষ্ঠানের গবেষণায় দেখা যায়, করোনাভাইরাস সংক্রমণ আবারও দ্রুত ছড়িয়ে পড়ায় বিশ্ব বাণিজ্যে স্থবিরতার সাথে চীনের ইয়ানতিয়ান বন্দর দিয়ে মালামাল রপ্তানি বিলম্ব হচ্ছে। কারণ গত মাসে ইয়ানতিয়ান বন্দরের অনেক কর্মী করোনা আক্রান্ত হন। এর ফলে ইয়ানতিয়ান বন্দর থেকে কনটেইনার বিদেশে রপ্তানি বন্ধ করে দেওয়া হয়। বন্দর দিয়ে মালামাল রপ্তানি না হওয়ার জেরে বিশ্বের বিভিন্ন দেশে পণ্যের সঙ্কট দেখা দিতে পারে এবং মুদ্রাস্ফীতির শঙ্কাও রয়েছে।
চীনে করোনার ডেল্টা ভেরিয়ান্ট ছড়িয়ে যাওয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। অতিমাত্রায় সংক্রামক এই ডেল্টা ধরন ভারতে প্রথম শনাক্ত হয়। সূত্র: ডয়চেভেলে
বাংলা৭১নিউজ/এসএইচ