বাংলা৭১নিউজ,লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনরে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী আ স ম আবদুর রবের কর্মী ও উপজেলা জেএসডি’র অঙ্গ সংগঠন জাতীয় শ্রমিকজোটের যুগ্ম আহবায়ক মো. আজাদ উদ্দিনের ওপর হামলা চালানো হয়েছে। এতে তিনি গুরুতর আহত করা হন। শুক্রবার রাতে উপজেলার উত্তরমার্টিন শান্তিরহাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
জেএসডি নেতাদের দাবি, ধানের শীষের কর্মী সভা থেকে ফেরার পথে নৌকার সমর্থকরা তার ওপর এ হামলা চালান। গুরুতর আহত আজাদকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়।
চরমার্টিন জেএসডি’র সভাপতি এবিএম বাবুল মুন্সি জানান, বিকালে চরমার্টিন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড কেন্দ্র কমিটি গঠন সংক্রান্ত কর্মী সভায় শেষে শ্রমিকজোট নেতা মো. আজাদ বাড়ি ফিরছিলেন।
পথিমধ্যে শান্তিরহাট বাজারে পৌঁছলে নৌকা প্রতীকের সমর্থক স্বাধীন কোরানি, আ. করিম ও আল আমিনসহ তার ওপর হামলা করে। হামলাকারীরা আজাদকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করলে বাজারের ব্যবসায়ি নুরনবী, অজিউল্যাহ ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠায়।
হাজিরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আবুল কালাম আজাদ জানান, দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটছে বলে তিনি শুনেছেন। এখন পর্যন্ত কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে তিনি জানান।
বাংলা৭১নিউজ/এসই