বাংলা৭১নিউজ, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলায় সাবেক উপরাষ্ট্রপতি ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের পথসভা পণ্ড হয়েছে। আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া এবং সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। এ সময় নির্বাচনী অফিস ও কয়েকটি দোকান ভাঙচুর করা হয়।
মঙ্গলবার বেলা ১২টার দিকে কবিরহাট বাজারের বিভিন্ন স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, নির্বাচনী প্রচারের অংশ হিসেবে সকালে কবিরহাট বাজার জিরো পয়েন্টে নোয়াখালী-৫ আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদ পথসভা করার কথা ছিল। সূত্র: যুগান্তর।
বাংলা৭১নিউজ/জেএস