বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিদ্যুৎ বিচ্ছিন্ন সচিবালয়, বন্ধ দাপ্তরিক কাজ সচিবালয়ে লাগা আগুনের কারণ খুঁজতে কমিটি গঠন হাসিনার দালালরা অপকর্মের ফাইল পুড়িয়ে দিল: সারজিস ৪০ কোটির মধ্যে ৩০ কোটি বই ছাপানো বাকি কর্ণফুলীতে ভেসে উঠলো নিখোঁজ দুই পর্যটকের মরদেহ ফায়ার সার্ভিস কর্মীকে চাপা দেওয়া ট্রাকচালক ধরা পড়ল শিক্ষার্থীদের হাতে সিরিয়ায় আসাদপন্থিদের ‘অতর্কিত হামলায়’ ১৪ নিরাপত্তা সদস্য নিহত ক্ষতিগ্রস্ত ভবনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কর্মকর্তা-কর্মচারীদের সচিবালয় এলাকায় নিরাপত্তা জোরদার, দুই প্লাটুন বিজিবি মোতায়েন আট-নয় তলার নথিপত্র সব পুড়ে গেছে বলে ধারণা ফায়ার ডিজির পঞ্চগড়ে বইছে শৈত্যপ্রবাহ ভারতের মহারাষ্ট্রে ১৭ বাংলাদেশি গ্রেপ্তার অন্তর্বর্তী সরকারের উদারতা জাতিকে অনন্তকাল ভোগাবে : হাসনাত আব্দুল্লাহ স্বৈরাচার পালিয়ে গেলেও দেশকে অস্থির করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ভেতরে প্রবেশ করছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা লামায় অগ্নিসংযোগের ঘটনায় ড. ইউনূসের নিন্দা আগুনের সূত্রপাত কীভাবে তা নিশ্চিত হওয়া যায়নি : ফায়ারের ডিজি সচিবালয়ের আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সড়কে পড়ে আছে ফায়ারকর্মী নয়নের হেলমেট ও তাজা রক্ত সচিবালয়ে আগুন: যে হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ

কবর দেওয়ার পরও তিনি বেঁচে ছিলেন ৪০ বছর

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ৫৬ বার পড়া হয়েছে

কবর দেওয়ার পরও প্রায় ৪০ বছর বেঁচে ছিলেন এসি ডানবার নামের এক নারী। শুনতে অবিশ্বাস্য লাগলেও অনেক আগে এ রকম এক ঘটনাই ঘটেছিল যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায়।

সাউথ ক্যারোলাইনার ব্ল্যাকভিল শহরে ১৮৮৫ সালে জন্ম নেওয়া এসি ডানবার শৈশব থেকেই মৃগীরোগে আক্রান্ত ছিলেন। ১৯১৫ সালে একবার মৃগীরোগে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন তিনি।

পরে চিকিৎসক এসে স্বাস্থ্য পরীক্ষা শেষে ডানবারকে মৃত ঘোষণা করেন। শেষকৃত্যের জন্য তাঁর মরদেহ একটি কফিনে রাখা হয়। ঘটনার পরদিন ছয় ফুট গর্ত করে ডানবারের কফিনটি সমাধিস্থ করা হয়।

পাশের শহরেই থাকতেন ডানবারের ছোট বোন। বোনের আকস্মিক মৃত্যুর খবর কিছুটা দেরিতে জানানো হয়েছিল তাঁকে। ছোট বোন খবর পেয়ে ছুটে আসেন সমাধিস্থলে। কিন্তু ততক্ষণে ডানবারকে সমাধিস্থ করার কাজ শেষ হয়ে যায়। কিন্তু এসিকে একবার দেখতে সমাধিস্থলে উপস্থিত সবাইকে অনুরোধ করেন তাঁর বোন। অনেক বিবেচনার পর কবর থেকে কফিনটি তোলার সিদ্ধান্ত নেয় স্থানীয় গির্জা কর্তৃপক্ষ।

কবর থেকে কফিন তোলার পরই সবার চোখ কপালে ওঠে। দেখা যায় কফিনের ঢাকনাটি খোলা। আর ভেতরে এসি ডানবার হাসছেন। এই দৃশ্য দেখে উপস্থিত সবাই ভয় পেয়ে যান। স্থানীয় গির্জার তিন সদস্য তো এতটাই ভয় পেয়েছিলেন যে তাঁরা কবরে পড়ে যান।

আসলে এসি ডানবার মরেননি। তখনো জীবিতই ছিলেন। মৃগীতে আক্রান্ত হয়ে তাঁর শ্বাস-প্রশ্বাস খুবই ক্ষীণভাবে চলছিল। আর এখানেই ভুলটা করেন চিকিৎসক। কবর থেকে ওঠানোর পর স্বাস্থ্য পরীক্ষা শেষে জানানো হয়, ডানবার জীবিত আছেন। পরে নিজের ভুল স্বীকার করেন সেই চিকিৎসক। এ ঘটনার পর প্রায় ৪০ বছর বেঁচে ছিলেন এসি ডানবার। ১৯৫৫ সালে বার্ধক্যজনিত কারণে তাঁর স্বাভাবিক মৃত্যু হয়।

তবে ওই ঘটনার পর থেকে ব্ল্যাকভিলের সবাই এসি ডানবারকে সন্দেহের চোখে দেখত। অনেকেই তাঁকে অশরীরী বলে মনে করত। ‘বেরিড অ্যালাইভ : দ্য টেরিফাইং হিস্ট্রি অব আওয়ার মোস্ট প্রাইমাল ফিয়ার’ শীর্ষক গ্রন্থে এ ঘটনা তুলে ধরেন লেখক জ্যান বন্ডসন।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com