শনিবার, ১৮ মে ২০২৪, ১২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, একজনের মৃত্যু নিজেদের ট্যাংক থেকে ছোড়া গোলার আঘাতে ৫ ইসরায়েলি সেনা নিহত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংসদীয় কূটনীতি কার্যকর হাতিয়ার এআই ভিডিওর ফাঁদে ভারতের রাজনীতি কোরবানির চাহিদার চেয়ে ২২,৭৭,৯৭৩ অতিরিক্ত গবাদিপশু প্রস্তুত কক্সবাজারের আদলে সাজবে পতেঙ্গা ছিনতাই হতে যাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করলেন ট্রাফিক পুলিশ সদস্য ‌‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধে ব্যবস্থা নেওয়া হবে’ কেস খেলবা আসো, নিপুণকে ডিপজল পর্যটন খাতে তুরস্ককে বিনিয়োগের আহ্বান মন্ত্রীর গাজায় ১৫ হাজারের বেশি শিশু নিহত বিদেশি ঋণনির্ভর প্রকল্পের অগ্রগতি জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর রূপালী ইন্স্যুরেন্স কোম্পানির মুনাফা বেড়েছে পাপুলের শ্যালিকা ও দুই কর কর্মকর্তার বিরু‌দ্ধে দুদকের মামলা ‘কাক পোশাকে’ কানের লাল গালিচায় ভাবনা ভোট বর্জনের লিফলেট বিতরণকালে বিএনপির সাধারণ সম্পাদকসহ আটক ৩ বুদ্ধ পূর্ণিমা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার ‘মাদক সম্রাজ্ঞী’ লাবনীসহ গ্রেপ্তার ৭ ‘ডো‌নাল্ড লু ঘুরে যাওয়ায় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে’ রূপপুর-মেট্রোরেলসহ ১০ প্রকল্পেই বরাদ্দ ৫২ হাজার কোটি

কত টাকার মালিক ইভানকা-কুশনার দম্পতি?

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ১ এপ্রিল, ২০১৭
  • ১৪৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন উপদেষ্টা ইভানকা ট্রাম্পের বর্তমান সম্পদের পরিমাণ পাঁচ কোটি ডলার। এ ছাড়া ট্রাম্পের আন্তর্জাতিক হোটেল ব্যবসায় তাঁর রয়েছে ৫০ লাখের বেশি শেয়ার। গতকাল শুক্রবার হোয়াইট হাউস থেকে প্রকাশিত ট্রাম্প প্রশাসনের উপদেষ্টাদের আর্থিক বিবরণীর নথি থেকে এ তথ্য জানা গেছে।

নথিতে দেখা যায়, ইভানকা ট্রাম্প ও তাঁর স্বামী জ্যারেড কুশনারের সম্পদের পরিমাণ একত্রে ২৪ কোটি থেকে ৭৪ কোটি ডলার। এ ছাড়া ট্রাম্প আন্তর্জাতিক হোটেল ব্যবসায় তাঁদের শেয়ারের পরিমাণ ১০ লাখ থেকে ৫০ লাখ ডলার।

প্রকাশিত হওয়া নথির বিষয়ে হোয়াইট হাউস জানায়, এখানে উপদেষ্টাদের যে আর্থিক বিবরণী প্রকাশ করা হয়েছে, তা তাঁর বর্তমান সম্পদের পরিমাণ নয়। এটি হচ্ছে, যেদিন তাঁরা সরকারি পদে যোগ দেন, ওই দিন পর্যন্ত তাঁদের আর্থিক হিসাব।

সেই হিসাবে ইভানকার যে সম্পদ বিবরণী দেওয়া হয়েছে, তা মাত্র দুই দিন আগের। গত বৃহস্পতিবার সরকারি পদ ও পদবি পেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় মেয়ে ইভানকা ট্রাম্প। তবে ইভানকার স্বামী জ্যারেড কুশনার অনেক আগেই ট্রাম্প প্রশাসনের সঙ্গে যুক্ত হয়েছেন। এবার প্রেসিডেন্টের সহকারী উপদেষ্টা হিসেবে হোয়াইট হাউসে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন ইভানকা। তবে এ জন্য কোনো বেতন পাবেন না তিনি। এর আগে সরকারি পদে না থেকেও হোয়াইট হাউসে ইভানকাকে আলাদা অফিস দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এ বিষয়ে সে সময় তুমুল বিতর্ক দেখা দেয়। সে কারণে এবার ইভানকাকে প্রেসিডেন্টের অবৈতনিক সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হলো।

হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের এই আর্থিক বিবরণী চেয়েছে এথিকস রেগুলেশন। এই আর্থিক বিবরণী অনলাইনেও প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম।

নথিতে দেখা যায়, যেদিন ইভানকা সরকারি পদে যোগ দেন, সেদিন তাঁর সম্পদের পরিমাণ পাঁচ কোটি ডলার। এ ছাড়া ট্রাম্পের আন্তর্জাতিক হোটেল ব্যবসায় ইভানকার শেয়ারের পরিমাণ ৫০ লাখ থেকে আড়াই কোটি ডলার। অন্যদিকে জ্যারেড কুশনারের ৫৪ পৃষ্ঠার যে বিবরণী প্রকাশ করা হয়েছে, তাতে দেখা গেছে, ২৬৭টি কোম্পানিতে পদস্থ কর্মকর্তা হিসেবে আছেন কুশনার। অবশ্য এখন অনেকগুলোতেই কোনো পদে নেই তিনি। গত বছর আবাসন খাতের ব্যবসা থেকে কোটি কোটি ডলার আয় করেছেন কুশনার। ৩৬ বছর বয়সী কুশনার পররাষ্ট্রনীতিবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা পদে রয়েছেন।

তবে বার্তা সংস্থা রয়টার্স বলছে, জ্যেষ্ঠ কর্মকর্তাদের যে আর্থিক বিবরণী দেওয়া হয়েছে, তার মধ্যে ২৫ শতাংশ কর্মকর্তাদের আর্থিক বিবরণী ‘অত্যন্ত জটিল’। অর্থাৎ হিসাব যা দেখাচ্ছে, তার থেকেও তাঁরা অনেক ধনী।

ইভানকা ট্রাম্পের ব্যক্তিগত ফ্যাশন ব্র্যান্ডের ব্যবসা রয়েছে। ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর থেকেই ইভানকা ও জ্যারেড কুশনার দম্পতিকে নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপিত হচ্ছে দেশটির জনগণের মনে। ট্রাম্প পরিবারের রাজনৈতিক ও ব্যবসায়িক কার্যক্রমের মধ্যে কোনো পরিষ্কার সীমানা আছে কি না, এ বিষয়েও তৈরি হয়েছে বিভিন্ন বিতর্ক।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com