বাংলা৭১নিউজ, কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীতে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আকতার কামাল নামে এক যুবক নিহত হয়েছেন।
আজ বেলা ১১টার দিকে ছোট মহেশখালীর সিপাহীপাড়ায় এ ঘটনা ঘটে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, দীর্ঘদিন ধরে ছোট মহেশখালীর সিপাহীপাড়ার আকতার কামাল ও মিজান গ্রুপের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর ধারাবাহিকতায় সকালে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আকতার কামাল গুরুতর আহত হন। তাকে মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলা৭১নিউজ/এম