বাংলা৭১নিউজ,(কক্সবাজার)প্রতিনিধি: কক্সবাজার শহরে ঘরে আগুনে পুড়ে মরল শিশুসহ দুজন।শনিবার রাত ৯টার দিকে কক্সবাজার শহরের কলাতলী এলাকার লাইট হাউসপাড়ায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এ সময় আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের তিন কর্মীসহ চারজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- আতিকুর রহমান (৩৫) ও সাদিয়া আক্তার (৫)।
সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস জানান, রাতে কক্সবাজার শহরের কলাতলী এলাকার লাইট হাউসপাড়ায় আগুনে লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই তিনটি বসতঘর পুড়ে ভস্মীভূত হয়।
পরে আধা ঘণ্টার বেশি সময় চেষ্টার পর দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘরে শিশুসহ দুজনের মৃতদেহ পাওয়া যায়। এ সময় আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের তিন কর্মীসহ চারজন আহত হয়েছেন। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
বাংলা৭১নিউজ/এলএম