বাংলা৭১নিউজ,(কক্সবাজার)প্রতিনিধি: কক্সবাজার শহরের কলাতলী এলাকার কাটাপাহাড় থেকে দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উদ্ধারকৃত লাশ দুটির পরিচয় এখনও জানা যায়নি।
এ সময় ঘটনাস্থল থেকে দুটি দেশীয় তৈরি অস্ত্র ও ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
কক্সবাজার সদর থানার ওসি ফরিদউদ্দিন খন্দকার গণমাধ্যমকে জানান, সকালে কলাতলী বাইপাস সড়কের পাশে কাটাপাহাড় নামক স্থানে দুটি লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে। লাশের গায়ে গুলির চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে বন্দুক ও ইয়াবা পাওয়া গেছে।
ওসি বলেন, ধারণা করা হচ্ছে- তারা দুজনই মাদক ব্যবসায়ী। মাদক বিক্রির টাকার ভাগবাটোয়ারা নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের মধ্যে গুলির ঘটনায় তাদের মৃত্যু হয়েছে।
তবে মরদেহ দুটির এখনও পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। লাশের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলা৭১নিউজ/পিআর