বাংলা৭১নিউজ,কক্সবাজা ব্যুরো: গতকাল শনিবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে অংশগ্রহন করতে গিয়ে কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগ নেতাদের হাতে লাঞ্চিত হয়েছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী। এনিয়ে পাল্টাপাল্টি বাদ প্রতিবাদ শেষ হচ্ছেনা।
ঘটনার দিন বিকেলে আ.লীগ নেত্রী কাবেরী এবং কলেজ ছাত্রলীগ নেতারা পৃথক পৃথক সংবাদ সম্মলন করে পরষ্পরের বিরুদ্ধে অভিযোগ আনে।
এর প্রতিবাদে নাগরিক সমাজ কাবেরীর পক্ষ নিয়ে কক্সবাজার শহরে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
এতে আ লীগ নেতৃ কাবেরী (১৭ মার্চ) সকালে কক্সবাজার সরকারী কলেজ ক্যাম্পাসে বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ তাকে শরীরিকভাবে লাঞ্চিত করে বলে জানান। তিনি আরো বলেন, কলেজ ছাত্রলীগ নেতারা অবৈধভাব কলেজের জমি দখল করে রাস্তা নির্মাণের প্রতিবাদ করায় তারা এমন ঘটনা ঘটায়।
কলেজ অধ্যক্ষ প্রফেসর ফজলুল করিম এ প্রসঙ্গে জানান, সামান্য কথা কাটাকাটি হয়েছিল। মিটমাট হয়েগেছে।
কাবেরী কক্সবাজার সদর আসনের এমপি সাইমুম সরওয়ার কমলের ছোট বোন।
বাংলা৭১নিউজ/জেএস