বাংলা৭১নিউজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার-৪ আসনে (উখিয়া-টেকনাফ) আওয়ামী লীগ প্রার্থী শাহীনা আখতার চৌধুরী বিপুল ভোটে এগিয়ে রয়েছেন।
রোববার বিকেলে ১০০টি কেন্দ্রের মধ্যে ৯৫টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে।
এতে কক্সবাজারের আলোচিত সংসদ সদস্য আবদুর রহমান বদির স্ত্রী শাহীনা আখতার চৌধুরী ১ লাখ ৭২ হাজার ৮২ ভোট পেয়ে এগিয়ে আছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধানের শীষের শাহাজান চৌধুরী পেয়েছেন ৩৫ হাজার ৭১৬ ভোট। সূত্র: পরিবর্তন।
বাংলা৭১নিউজ/জেএস